প্রশ্নপত্র বিতর্কের মূল হোতা কারা? ১২ ঘন্টার মধ্যেই তথ্য হাতে পেল পর্ষদ

এই ঘটনাকে 'পরিকল্পিত ষড়যন্ত্র' বলেও উল্লেখ করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গাপাধ্যায়। বিতর্কের ১২ ঘন্টার মধ্যেই প্রশ্নপত্রকাণ্ডের মূল হোতাদের হদিশও পেল পর্ষদ।

অবশেষে জানা গেল সূত্র। মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার পর্ষদের হাতে এল নতুন তথ্য। শনিবারই এই প্রসঙ্গে বিবৃতি দিল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শুরু হওয়ার ঘন্টাখানেক বাদেই ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে টুইট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একই অভিযোগ করেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। এরপর থেকেই জল্পনা সৃষ্টি হয়, তবে কি সত্যিই ফাঁস হয়েছে প্রশ্নপত্র? প্রাথমিকভাবে মধ্যশিক্ষা পর্ষদ এবিষয় কোনও মন্তব্য করতে চায়নি। পরে অবশ্য এই ঘটনাকে 'পরিকল্পিত ষড়যন্ত্র' বলেও উল্লেখ করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গাপাধ্যায়। বিতর্কের ১২ ঘন্টার মধ্যেই প্রশ্নপত্রকাণ্ডের মূল হোতাদের হদিশও পেল পর্ষদ।

শনিবার পর্ষদের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে শুক্রবার ১৬ পৃষ্ঠার ইংরেজি প্রশ্নপত্রের যে ৩ পাতার ছবি গতকাল ঘোরাফেরা করছিল সমাজ মাধ্যমে তাঁর সম্ভাব্য সূত্র জানা গিয়েছে। সাইবার বিশেষজ্ঞদের মাধ্যমে শীঘ্রই চিহ্নিত করা হবে অভিযুক্তদের। গোটা ঘটনাটি 'পরিকল্পিত ষড়যন্ত্র' কি না, সেবিষয়ও খতিয়ে দেখা হবে। ঘটনার মাত্র ১২ ঘন্টার মধ্যে বিতর্কের মূলে কারা সেবিষয় তথ্য পাওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গাপাধ্যায়।

Latest Videos

পর্ষদের পক্ষ থেকে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকালই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে স্পষ্ট জানানো হয়,'সোশ্যাল মিডিয়ায় সে সমস্ত ছবি প্রচারিত হচ্ছে, তা আজ মাধ্যমিকের ১৬ পৃষ্ঠার প্রশ্নপত্রের তিনটি পৃষ্ঠা। বিষয়টি আসলে পরিকল্পিত নাশকতা।' এই মর্মে পর্ষদের পক্ষ থেকে আরও বলা হয় যদি সত্যিই প্রশ্নপত্র ফাঁস হত, তাহলে সব কটি পৃষ্ঠাই হত শুধু তিনটি পাতা নয়। এই ষড়যন্ত্রের বিষয়টি রাজ্য সরকারকে খতিয়ে দেখার অনুরোধও করেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গাপাধ্যায়।

দ্বিতীয় দিনের পরীক্ষাতেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ পরীক্ষার দিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি প্রশ্নপত্র। ভাইরাল সেই প্রশ্নপত্রের ছবি টুইটও করেছেন তিনি। পরীক্ষা শেষের আগেই কীভাবে সোশযাল মিডিয়ায় সেই প্রশ্ন এল তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। এ বিষয় খতিয়ে দেখার কথাও বলেছেন তিনি। শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি প্রশ্নপ্ত্র ঘিরে শুরু হয় জল্পনা। এই বিষয়টি নজরে আসতেই পড়ুয়া ও প্রশাসনের উদ্দেশ্যে টুইট করেন তিনি।

টুইটারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন,'আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।' সঙ্গে ভাইরাল সেই প্রশ্নপত্রের ছবিও দেন তিনি। তবে এই প্রশ্নপত্রে মধ্যশিক্ষা পর্ষদের কোনও সিলমোহর বা ছাপ নেই বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন - 

তরুণীর মাথা থেকে শরীর কেটে টুকরো টুকরো করে জঙ্গলে ফেলে এল বাবা, ভারতে নৃশংস হত্যাকাণ্ডের চূড়ান্ত নজির

তাপমাত্রার বদল ছাড়াই বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা, অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসী

১ মার্চ থেকেই মিলবে অতিরিক্ত তিন শতাংশ ডিএ, আজই বিজ্ঞপ্তি জারি নবান্নের

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed