হৈমন্তীও নেই, গোপালও অধরা! অথচ টাকা ঢুকছে আরমানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কতদূর এগিয়েছে আর্থিক কেলেঙ্কারির শেকড়?

Published : Feb 25, 2023, 11:55 AM IST
haimanti ganguly gopal dalapati

সংক্ষিপ্ত

বাংলায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত এগিয়েছে পার্থ-ঘনিষ্ঠ মানিক থেকে শুরু করে মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল হয়ে কুন্তল ঘোষ এবং গোপাল দলপতি অবধি। এরই মধ্যে আলোচনায় ঘোরাফেরা করছে আরমান আর হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। 

বাংলায় শিক্ষক নিয়োগের দুর্নীতির জাল আদতে কতটা বিস্তৃত ছিল, তা ধীরে ধীরে টের পাচ্ছেন সিবিআই কর্তা থেকে শুরু করে আমজনতাও। তদন্ত এগিয়েছে পার্থ-ঘনিষ্ঠ বিধায়ক মানিক ভট্টাচার্য থেকে শুরু করে মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল হয়ে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ এবং তাপসের ঘনিষ্ঠ গোপাল দলপতি অবধি। নিজের নাম পরিবর্তন করে গোপাল দলপতিই হয়েছিলেন আরমান গঙ্গোপাধ্যায়। সেই নামে তাঁর সরকারি পরিচয়পত্রও ছিল। আরেকদিকে, নিজের আসল নামেও তাঁর প্যান কার্ড ছিল। কিন্তু, এর মধ্যে হৈমন্তী গঙ্গোপাধ্যায় কে?

সিবিআইয়ের দাবি, এই হৈমন্তীর নাম সামনে এনেছেন কুন্তল ঘোষ। পেশায় তিনি একজন মডেল। তাঁকেই বিয়ে করেছিলেন আরমান গঙ্গোপাধ্যায়, অর্থাৎ, গোপাল দলপতি। গোপাল ও হৈমন্তীর নামে একাধিক সংস্থাও রয়েছে, যেগুলির অন্যতম হল আরমান ট্রেডিং। এই যুগলের সঙ্গে মুম্বইয়ের লেনদেরও যোগ মিলেছে। এরপর জানা গেছে, গোপালের ব্যাঙ্কের নমিনিতে নাম রয়েছে হৈমন্তীর। কিন্তু, হৈমন্তীর মায়ের দাবি, গোপালের সাথে হৈমন্তীর বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেকদিন আগেই। তাহলে ব্যাঙ্কের নমিনি হিসেবে তাঁর নাম কেন?

হৈমন্তী নামের অ্যাকাউন্ট থেকে ‘ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস’ (আইএমপিএস) -এর মাধ্যমে যে টাকা পাঠানো হয়েছে, তা পরবর্তী কালে ‘হাত ঘুরে’ ঢুকেছে আরমানের অ্যাকাউন্টে। এই লেনদেন চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত চলেছে বলে প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, ২০১৬ সালে বড়বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাঙ্কে আরমান গঙ্গোপাধ্যায় নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন গোপাল দলপতি। সেখানেই নমিনিতে নাম রেখেছেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। সেখান থেকে এখনও যদি টাকা লেনদেন হয়ে থাকে, তাহলে গোপালের সঙ্গে তাঁর যোগাযোগ যে অব্যাহত রয়েছে, তা প্রমাণিত এবং সেক্ষেত্রে তাঁর মায়ের দেওয়া ডিভোর্সের তথ্য একেবারেই ভিত্তিহীন। এই পরিস্থিতিতে এবার গোপাল দলপতি এবং হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নামে সিবিআই লুক আউট নোটিস জারি করতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন-

তরুণীর মাথা থেকে শরীর কেটে টুকরো টুকরো করে জঙ্গলে ফেলে এল বাবা, ভারতে নৃশংস হত্যাকাণ্ডের চূড়ান্ত নজির
তাপমাত্রার বদল ছাড়াই বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা, অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসী
ভারতের সঙ্গে চিনের মিষ্টি প্রেমের সম্পর্ক, ডেনমার্কে গিয়ে পরিণতি পেল ছাদনাতলায়

PREV
click me!

Recommended Stories

২০২০-র ১০০ টাকার মূল্য আজ কত, জানেন? বিরাট বিপদ অপেক্ষা করছে! দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব- ৩৭
কেন পোড়ানো হল বিজেপি'র ফর্ম ৭? লালবাগে একি কাণ্ড! | Murshidabad SIR Update | Lalbagh | BJP | TMC