Crime News: বাবার দুটি বিয়ের কারণে পারিবারিক অশান্তি! সৎভাইয়ের গোপানাঙ্গে আঘাত খরে শ্বাসরোধ করে খুন

Published : Jul 06, 2024, 08:27 PM IST
Magrahat of South 24 Parganas young man was strangled to death due to a family dispute bsm

সংক্ষিপ্ত

পুলিশ জানিয়েছে নিহতের নাম আলা সরদার , বয়স ৩৫ বছর। পারিবারিক বিবাদের জেরে সৎভাইকে খুন করার অভিযোগে লাল্টু সরদার নামে নিহতের এক সৎ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। 

পারিবারিক বিবাদের জেরে এক যুবকের গোপনাঙ্গে আঘাত করে শ্বাস রোধ করে খুনের অভিযোগ উঠল সৎ ভাই ও তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে। আজ , শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের আমড়াতলা পঞ্চায়েতের জমাদার পাড়া এলাকায়। পরে খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাবার দ্বিতীয় বিয়ের কারণেই প্রাণ গেল এক ছেলের।

পুলিশ জানিয়েছে নিহতের নাম আলা সরদার , বয়স ৩৫ বছর। পারিবারিক বিবাদের জেরে সৎভাইকে খুন করার অভিযোগে লাল্টু সরদার নামে নিহতের এক সৎ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় যুক্ত আরও এক অভিযুক্ত এখনও পলাতক। তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। রবিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনায় বেশকিছু মহিলাও যুক্ত রয়েছেন বলে অভিযোগ, এলাকার স্থানীয় বাসিন্দাদের একাংশের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত আলা সরদারের বাবার দুটি বিয়ে ছিল। প্রথমপক্ষের ছেলে আলা ও দ্বিতীয় পক্ষের ছেলে সাবিরের পরিবারের মধ্যে বিবাদও দীর্ঘদিনের। এরপর আজ দুপুরে দ্বিতীয় পক্ষের লোকজন আলা সরদারকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। তারপর প্রমাণে লোপাটের অভিযোগে আলার দেহ বাড়ির কাছের একটি পুকুরের ধারে দেহ ফেলে দেওয়া হয়। এলাকার স্থানীয় বাসিন্দারা দেহটি পড়ে থাকতে দেখে খবর দেয় মগরাহাট থানার পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ঘটনার তদন্তে নেমে নিহতের সৎভাই লাল্টু সরদারকে গ্রেফতার করে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

২০ই ডিসেম্বর নদিয়ায় মোদীর জনসভা, সভাস্থল ঘুরে দেখলেন শমীক ভট্টাচার্য
Suvendu Adhikari: ‘কী করে ঠ্যালা আর গুঁতো দিতে হয় বিজেপি জানে!’ মমতাকে সাফ হুঁশিয়ারি শুভেন্দুর