'বিজেপিতে যাওয়ার জন্য মমতাকে সৎমা বানিয়েছেন', শোভনের তৃণমূলে ফেরা নিয়ে বৈশাখী-রত্না দ্বৈরথ

Published : Jul 06, 2024, 04:13 PM ISTUpdated : Jul 08, 2024, 11:30 PM IST
Ratna Chatterjee comments against Sovan Chatterjee Baisakhi Banerjee

সংক্ষিপ্ত

রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্বের বিধায়ক। পাশাপাশি তিনি কলকাতা ১৩০ নম্বর ওযার্ডের কাউন্সিলরও। শোভনের তৃণমূলে ফেরা নিয়ে রত্নার সাফ কথা, 'তিনি নিজেই দল ছেড়েছিলেন। এবার চাইলে নিজেই ফিরতে পারেন।' 

আবার তৃণমূল কংগ্রেসের ফিরে আসবেন কলকাতার প্রাক্তন মেয়ার কথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তেমনই জল্পনা তুঙ্গে। ২১ জুলাইয়ের মঞ্চেই তৃণমূল প্রত্যাবর্তন করবেন শোভন চট্টোপাধ্যায়। তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি কুণাল ঘোষ ও অরূপ বিশ্বাস শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। তারপর থেকেই শোভেনের তৃণমূলে ফেরা বা ঘরে ফেরার জল্পনা বাড়ছে। কিন্তু কী বলছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। খাতায় কমলে রত্না এখনও শোভেনের স্ত্রী। যদিও তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা দীর্ঘ দিন ধরেই চলছে।

রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্বের বিধায়ক। পাশাপাশি তিনি কলকাতা ১৩০ নম্বর ওযার্ডের কাউন্সিলরও। শোভনের তৃণমূলে ফেরা নিয়ে রত্নার সাফ কথা, 'তিনি নিজেই দল ছেড়েছিলেন। এবার চাইলে নিজেই ফিরতে পারেন।' পাশাপাশি রত্না বলেছেন, 'ওনাকে কেউ রাজনীতি ছাড়তে বাধ্য করেননি। উনি নিজের ইচ্ছেয় গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ে সৎমা বানিয়েছেন। আর অভিষেককে সোনার গোপাল বানিয়েছেন বিজেপিতে যাওয়ার পরে। তারপর আবার যদি ওনার মনে হয় তৃণমূল ওনার নিজের পরিবার, সৎমা আবার মা গিয়েছেন। সোনার গোপাল অভিষেক এখন আবার ম্যাচিওর হয়ে গিয়েছে, রাজনীতি করবেন।' তবে এখানেই থামেননি রত্না চট্টোপাধ্যায়। তিনি শোভন- বৈশাখীর পুরন কথাও তুলে আনেন। বলেন, এতটা সময় তাঁরা বলেছিলেন রত্নার সঙ্গে একই মঞ্চে রাজনীতি করা যায় না। সেই প্রসঙ্গ টেনে এনে রত্না বলেন, 'এখন যদি মনে হয়, রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চ শেয়ার করা যায় তাহলে আসবেন। আমি রাজনীতি ছাড়ছি না। বৈশাখীদেবীকে নিয়ে বিজেপিতে গিয়ে শোভন চট্টোপাধ্যায়ের কী হাল হয়েছিল, উনি খুব ভাল করেই জানেন।' তবে রত্না আরও বলেছেন, তৃণমূলে যদি শোভন একাই আসেন তাহলেই তিনি ভাল করে রাজনীতি করতে পারবেন। এই কথায় তিনি বৈশাখীকেও নিশানা করেন। বলেন, 'শোভন যেকানেই যাবেন বৈশাখীও পিছনে গিয়ে বসে পড়বেন। আমি তো মানব না , আমার পক্ষে মানা সম্ভব নয়। উনি রাজনীতির র বোঝেন না। রাজনীতিতে ওবার কোনও অবদান নেই। '

রত্নার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ওনার কথা এতটা প্রাসঙ্গিক নয় যে কোনও কোনও প্রতিক্রিয়া দিতে পারে। সুস্থ রুচি সম্পন্ন মানুষেকর কথা হলে প্রতিক্রিয়াদেওয়া যায়। ওনার কথার উত্তর দিতে আমাকে যেখানে নামতে হবে তাতে আমি রাজি নই।' বৈশাখী আরও বলেন, শোভন রাজনীতিতে এলে বৈশাখী প্রাসঙ্গিকতা হারাবেন। নিরাপত্তাহীনতায় ভুগে এসব বলছেন বলেও দাবি করেন বৈশাখী।

PREV
click me!

Recommended Stories

West Bengal SIR News: SIR করেও রেহাই নেই! একই বুথের ৭ ভারতীয় ‘নিখোঁজ’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ
২০ই ডিসেম্বর নদিয়ায় মোদীর জনসভা, সভাস্থল ঘুরে দেখলেন শমীক ভট্টাচার্য