
Maldah TMC News: আবারও বিস্ফোরক মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি । তৃণমূলের সংহতি সভা থেকে বিরোধীদের মাথার খুলি ভেঙে দেওয়ার হুংকার সভাপতির। তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মালদায় আসলে বিরোধী দলনেতাকে গাড়ি থেকে মাটিতে পা ফেলতে দেওয়া হবে না বলে হুংকার।
সংহতি দিবস উপলক্ষে মালদা ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে তৃণমূলের পক্ষ থেকে পথসভা করা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘’রাতের অন্ধকারে বিরোধীরা ষড়যন্ত্র করছে। যে মাথা দিয়ে এই ষড়যন্ত্র করছে সেই মাথার খুলি ভেঙে দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কদর্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। ও একটা নির্লজ্জ বেহায়া। তৃণমূল কংগ্রেস চাইলে ওকে মালদার মাটিতে আসলে গাড়ি থেকে পা মাটিতে রাখতে দেবো না।''
তিনি কেন এই কথা বললেন এই প্রশ্নের জবাবে, তিনি বলেন- ‘’বিজেপি এই রাজ্যে যে পরিস্থিতি সৃষ্টি করছে তাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। বিরোধী দলের নেতা যাচ্ছেতাই ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। আর তার জবাব তাকে দেওয়া হয়েছে।'' আব্দুর রহিম বকশীকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা অম্লান ভাদুড়ীর। ‘’শুভেন্দুকে দেখে আতঙ্কিত তৃণমূল আর সেই কারণেই আব্দুর রহিম বক্সী এ ধরনের কথাবার্তা বলছে। উনার ক্ষমতা থাকলে কিছু করে দেখান পাল্টা হুংকার বিজেপি নেতৃত্বের।''
অন্যদিকে, নরেন্দ্রপুর থানা এলাকায় দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোট তিন জনের। প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে উচ্ছেপোতা এলাকায়। কসবার বাসিন্দা প্রভাস অধিকারী (৪৩) বাইকে করে যাওয়ার সময় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কার ফলে তিনি বাইক থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দেহটি রবিবার ময়নাতদন্তে পাঠানো হবে। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ভোররাতে খেয়াদহ বাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর, স্পোর্টস বাইক নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল দুই যুবক। খেয়াদহ বাজারের কাছে তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে জোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুই যুবক ছিটকে পড়ে গুরুতর জখম হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম রাকেশ সর্দার এবং সঞ্জীব সরদার। তাঁদের দেহও ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই দুটি দুর্ঘটনায় নরেন্দ্রপুর ও আশপাশ এলাকায় নেমে এসেছে গভীর শোক।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।