পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO! ভিডিয়ো তুলে সরব বিজেপি

Published : Nov 06, 2025, 02:23 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Maldah News: তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলির অভিযোগ উঠল খোদ বিএলও-র বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Maldah News: ভোটারদের বাড়িতে নয়, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO। এমনই অভিযোগের ভিডিও সামনে এনে সরব বিজেপি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের ঘটনা। 

কী কারণে বিতর্কে জড়ালেন বিএলও?

সেখানকার কর্তব্যরত বিএলও আলোক চক্রবর্তী তিনি ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন। এই ঘটনার ভিডিও ভাইরাল করে BLO র বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি। যদিও BLO র দাবি- ফ্রম গোছানো হচ্ছিল গোছানো হচ্ছিল, বিলি করার কোন প্রশ্ন নেই। গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

মঙ্গলবার থেকেই শুরু হয়েছে রাজ্যজুড়ে এসআইআর কাজ। আর বুধবার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী তথা BLO এলো অঞ্জনা মন্ডলের সঙ্গে দেখা করে এসআইআর কাজ শুরু করার আগেই এবার তার পরিচয় পত্র ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বি এলও অঞ্জনা মন্ডলের বিরুদ্ধে।

শুধু তাই নয় বিজেপির BLA সুরজিৎ বিশ্বাসকে চড় মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।আর সেই সময় সেখানে উপস্থিত থাকা এলাকায় তৃণমূল কর্মী ও গ্রাম পঞ্চায়েতের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রিয়া বর্মনের স্বামী চয়ন বর্মনের নেতৃত্বে তৃণমূলের লোকজন সুরজিৎ বিশ্বাস সুরজিৎ বিশ্বাসকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে।

দলের BLA কে মারধর করতে দেখে ঠেকাতে গিয়ে বিজেপির স্থানীয় শক্তি প্রমুখ তাপস রায় তাকেও বেধড়র মারধর করা হয়।তার মাথায় ও কপালে মাথায় আঘাত লেগেছে।এরপর আক্রান্তদেরকে উদ্ধার করে বুধবার রাতে দলের কর্মীরা চিকিৎসা করাতে আসে বারুইপুর মহকুমা হাসপাতালে। 

পরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।যদিও সেই হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত চয়ন বর্মন।তার পাল্টা দাবি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে অভিযুক্ত বি এল এ। আর মদ্যপ অবস্থায় নিজেরা মারামারি করে মিথ্যা ভাবে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য