
Humayun Kabir: ফের বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের সালারের সভা থেকে দলের জেলা ও ব্লক নেতৃত্ব সহ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি। ‘’ দল যদি মনে করে আমাদের মত অযোগ্যদের প্রয়োজন নেই, তার ২৪ ঘন্টার মধ্যে জেলার রাজনীতির রঙ বদলায় তা দেখে নেবেন।'
SIR নিয়ে মুর্শিদাবাদের সালার পেট্রোলপাম্প মোড়ে WAR HOUSE উদ্বোধন ও সভা করতে এসে দলের নেতৃত্ব ও পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এদিন বক্তব্য রাখতে উঠে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতিদের উদ্দেশ্য করে বলেন, ‘’মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে আর জমি দখল, জায়গা দখল করা আমরা বরদাস্ত করবো না।''
তিনি আরও বলেন, ‘’বিধায়ক হওয়া সত্ত্বেও আমাদের হাতে কোনও অঞ্চল কমিটি নেই। পঞ্চায়েত নির্বাচনে অর্থের বিনিময়ে পুলিশকে নিয়ে যাদের জনপ্রতিনিধি করেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ না রেখে টাকা লুট, জমি লুট করতে ব্যাস্ত।''
দলের জেলা সভাপতি অপূর্ব সরকারের নাম না নিয়েও তাকে উদ্দেশ্য করে বলেন, ‘’কান্দি পৌরসভা ও পঞ্চায়েত সমিতি, বফরমপুর পৌরসভা, গোকর্ণ পার্ক লুটে খাচ্ছে, আর ভোটের সময় তৃণমূল তৃতীয় স্থানে। তাদের নেতৃত্ব মানবো না। দল যদি মনে করে আমাদের মত অযোগ্যদের প্রয়োজন নেই, তার ২৪ ঘন্টার মধ্যে জেলার রাজনীতির রঙ বদলায় তা দেখে নেবেন।''
অন্যদিকে, রাস উৎসবের জন্য নদিয়া জেলার নবদ্বীপে যাওয়ার সময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভয়ে থাকা গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই হামলায় কাধিক বিজেপি কর্মী আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপের সরকার পাড়ায় বিজেপি-র একটি কর্মসূচিতে যাওয়ার পথে সুকান্তর কনভয়ে থাকা একাধিক গাড়ি পিছিয়ে পড়ে ভুল রাস্তায় চলে যায়।
তারপর নবদ্বীপ বাসস্ট্যান্ডে গাড়ি ঘোরানোর সময় হামলা চালানো হয়। অভিযোগ, রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠনের দফতর থেকে অনেকে সুকান্তর কনভয়ে থাকা গাড়িতে হামলা চালায়। তারা কনভয়কে বাধা দেয়, গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। হামলাকারীদের হাতে লাঠি ছিল বলেও অভিযোগ।
দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ পেয়ে নিজের গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছন সুকান্ত। তাঁর সঙ্গেই বিজেপি-র অনেক নেতা-কর্মীও ঘটনাস্থলে পৌঁছে যান। সুকান্তর উপস্থিতিতে শাসক দলের শ্রমিক সংগঠনের দফতরে পাল্টা হামলা হয় বলে অভিযোগ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।