জেলায় জেলায় শপিং মলের ঘোষণা মমতার, ১ টাকায় ১টি শর্তেই জমি দেবে রাজ্য সরকার

Published : Jul 10, 2025, 08:14 PM IST

রাজ্যের প্রত্যেকটি জেলায় তৈরি হবে শপিং মল। বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার আলিপুরের চর্ম ও কুটির শিল্পকেন্দ্র শিল্পান্ন থেকে ঘোষণা করেছেন মমতা। 

PREV
110

রাজ্যের প্রত্যেকটি জেলায় তৈরি হবে শপিং মল। বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার আলিপুরের চর্ম ও কুটির শিল্পকেন্দ্র শিল্পান্ন থেকে ঘোষণা করেছেন মমতা।

210

মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের ২৩টি জেলাতেই তৈরি হবে শপিং মল। তেমনই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

410

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, 'জেলার হে়ডকোয়ার্টারে শপিং মল করছি। এক টাকায় জমি দেব।'

510

মমতা শর্তও বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, শপিং মল তৈরির জন্য জমি কিনবেন যারা তাদের শপিং মলের দুটি তলা রাজ্য সরকারের জন্য রাখতে হবে।

610

স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা যাতে তাঁদের তৈরি জিনিসপত্র সেখানে বিক্রি করতে পারেন তেমনই চাইছেন মুখ্যমন্ত্রী।

710

'যারা বানাবে, তাদের জন্য একটাই শর্ত— দুটো ফ্লোর আমার চাই। বাকি জায়গায় আপনারা সিনেমাহল, কফিহাউস, যা খুশি করুন।' এমনই ঘোষণা করেছেন মমতা।

810

মমতা বলেন শপিং মল ৭-৮-৯ তলা - যা হোক তাতে তাঁর কোনও সমস্যা নেই। কিন্তু ২টি ফ্লোর তার চাই। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য।

910

বৃহস্পতিবার আলিপুরে ‘শিল্পান্ন’-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘শিল্পান্ন’-এ শাড়ি এবং চামড়ার জিনিসের দোকান থাকবে।

1010

মুখ্যমন্ত্রী বলেন, চর্মশিল্পে বাংলা ভারতে এক নম্বরে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও এক নম্বরে বাংলা। রাজ্যে ৬৬০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্লাস্টার তৈরি হয়েছে। এখানে ৪৬টি স্টল থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories