'থাপ্পড় মেরে দল থেকে তাড়িয়ে দেব!' কেন হঠাৎ প্রচন্ড রেগে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Published : May 08, 2024, 05:53 PM IST
Mamata Banerjee gets angry on police in Malda

সংক্ষিপ্ত

দলের নেতা কর্মীদের তিনি রীতিমত থাপ্পড় মেরে তাড়িয়ে দেবে বলে হুমকি দিলেন! মমতার এ হেন মূর্তিতে থরহরি কম্প সবাই। কিন্তু কী এমন হল, যে ক্ষেপে গেলেন তৃণমূল নেত্রী! জানুন কী হয়েছিল তখন।

সভা চলাকালীন আচমকা রেগে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা কর্মীদের তিনি রীতিমত থাপ্পড় মেরে তাড়িয়ে দেবে বলে হুমকি দিলেন! মমতার এ হেন মূর্তিতে থরহরি কম্প সবাই। কিন্তু কী এমন হল, যে ক্ষেপে গেলেন তৃণমূল নেত্রী! জানুন কী হয়েছিল তখন।

বুধবার তিনি হাজির হয়েছিলেন আরামবাগে। অপরূপা পোদ্দারকে ছেড়ে এবার এই আসনে মিতালি বাগকে দাঁড় করিয়েছে জোড়াফুল শিবির। আজ মিতালির সমর্থনে আয়োজিত সভায় দাঁড়িয়ে এসএসসি মামলার সুপ্রিম-রায় নিয়ে মুখ খোলেন তৃণমূল নেত্রী। বিজেপিকে ‘চাকরিখেকো বাঘ’ তকমা দিয়ে মমতা বলেন, ’২৬,০০০ ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল। মাইনে ফেরত দিতে বলল। আমি সেদিন থেকে বলেছি, চিন্তা করবেন না, আমি পাশে আছি । মঙ্গলবার দুর্গাপুরে মিছিল করলেও মনটা সুপ্রিম কোর্টে পড়েছিল। কী রায় হয় সেটা নিয়ে চিন্তায় ছিলাম। রায় শোনার পর মনটা স্নিগ্ধ, তৃপ্ত হয়ে গেল। এরা মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়। এরা মানুষ না, দৈত্য’।

এদিন সভা থেকে সিপিএম-বিজেপিকে একযোগে আক্রমণ করেন মমতা। বলেন, ‘সিপিএমের হার্মাদেরাই বর্তমানে বিজেপি হার্মাদ হয়ে গিয়েছে। ওঁদের আমার থেকে ভালো আর কেউ চেনে না। গড়বেতা থেকে আরামবাগ অবধি সিপিএম মাটির নীচে সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল। মানুষকে খুন করে সেখানে ফেলে দিত। তাঁকে আর খুঁজে পাওয়া যেত না’।

এরপরে নিজের দলের নেতা, কর্মীদের সম্বন্ধে তৃণমূল নেত্রী বলেন, আমাদের কেউ যদি বদমায়েশি করে, তাহলে আমি তাঁকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি। কিন্তু বিজেপি সেটা করবে না। সিপিএমের হার্মাদ এখন বিজেপিতে এসে গিয়েছে। টাকা দিয়ে ভোট কিনছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today Live News: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী