Mamata Banerjee: আরও ৫০ হাজার মানুষ পাবেন প্রতি মাসে হাজার টাকা, নতুন তালিকা তৈরির কাজ শুরু বাংলায়

Published : Jun 17, 2024, 09:17 AM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

খুব শীঘ্রই রাজ্যের আরও ৫০ হাজার মানুষ এই আওতায় আসতে চলেছেন। রাজ্যের আরও ৫০ হাজার মানুষ যারা এতদিন বার্ধক্য ভাতা প্রকল্পে নাম ওঠেনি বলে অপেক্ষা করেছিলেন, সেই অপেক্ষার অবশান হতে চলেছে। 

নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, রাজ্য জুড়ে আরও ৫০ হাজার মানুষ-কে প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হবে। আর লোকসভা ভোট মিটতেই তড়িঘড়ি সেই কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী। খুব শীঘ্রই রাজ্যের আরও ৫০ হাজার মানুষ এই আওতায় আসতে চলেছেন। রাজ্যের আরও ৫০ হাজার মানুষ যারা এতদিন বার্ধক্য ভাতা প্রকল্পে নাম ওঠেনি বলে অপেক্ষা করেছিলেন, সেই অপেক্ষার অবশান হতে চলেছে।

কেন্দ্রের কাছে বাংলার প্রায় দেড় লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। এই টাকা না পেয়েও তৃণমূল সুপ্রিমো বাংলার মানুষের ভাতা বন্ধ করেননি। সব কটি প্রকল্পই চালু রেখেছে রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি প্রকল্প নিয়ম অনুযায়ী চলছে। আপাতত রাজ্যের প্রায় ২০ হাজার মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছেন এবার এই নতু ৫০ হাজারের তালিকা যুক্ত হলে সংখ্যাটা আরও বেড়ে যাবে।

অনেকদিন ধরে নতুন নাম তোলার এই কাজ শুরু হয়েছে। এই নাম তোলার কাজ শেষ হলেই দ্রুত ৫০ হাজার সহ প্রত্যেকের একাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হবে। তাই পঞ্চায়েতের হাত ধরেই হোক বা রাজ্য সরকারের সজাম কল্যান দফতর রাজ্যের এই তালিকায় অন্তর্ভুক্ত প্রতিটি মানুষের হাতে বার্ধক্য ভাতার টাকা থাকবে বলে আশ্বাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ‘গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ করতে পারবেন না উনি!’ মমতাকে চরম ধুয়ে দিলেন শুভেন্দু
SIR-এর জন্য এবার কি পারিশ্রমিক পাবেন BLO-রা? রাজ্য ৬১ কোটি টাকা ছেড়েছে