Mamata Banerjee: আরও ৫০ হাজার মানুষ পাবেন প্রতি মাসে হাজার টাকা, নতুন তালিকা তৈরির কাজ শুরু বাংলায়

খুব শীঘ্রই রাজ্যের আরও ৫০ হাজার মানুষ এই আওতায় আসতে চলেছেন। রাজ্যের আরও ৫০ হাজার মানুষ যারা এতদিন বার্ধক্য ভাতা প্রকল্পে নাম ওঠেনি বলে অপেক্ষা করেছিলেন, সেই অপেক্ষার অবশান হতে চলেছে।

 

নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, রাজ্য জুড়ে আরও ৫০ হাজার মানুষ-কে প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হবে। আর লোকসভা ভোট মিটতেই তড়িঘড়ি সেই কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী। খুব শীঘ্রই রাজ্যের আরও ৫০ হাজার মানুষ এই আওতায় আসতে চলেছেন। রাজ্যের আরও ৫০ হাজার মানুষ যারা এতদিন বার্ধক্য ভাতা প্রকল্পে নাম ওঠেনি বলে অপেক্ষা করেছিলেন, সেই অপেক্ষার অবশান হতে চলেছে।

কেন্দ্রের কাছে বাংলার প্রায় দেড় লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। এই টাকা না পেয়েও তৃণমূল সুপ্রিমো বাংলার মানুষের ভাতা বন্ধ করেননি। সব কটি প্রকল্পই চালু রেখেছে রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি প্রকল্প নিয়ম অনুযায়ী চলছে। আপাতত রাজ্যের প্রায় ২০ হাজার মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছেন এবার এই নতু ৫০ হাজারের তালিকা যুক্ত হলে সংখ্যাটা আরও বেড়ে যাবে।

Latest Videos

অনেকদিন ধরে নতুন নাম তোলার এই কাজ শুরু হয়েছে। এই নাম তোলার কাজ শেষ হলেই দ্রুত ৫০ হাজার সহ প্রত্যেকের একাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হবে। তাই পঞ্চায়েতের হাত ধরেই হোক বা রাজ্য সরকারের সজাম কল্যান দফতর রাজ্যের এই তালিকায় অন্তর্ভুক্ত প্রতিটি মানুষের হাতে বার্ধক্য ভাতার টাকা থাকবে বলে আশ্বাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল