BJP News: কলকাতায় ভোট পরবর্তী হিংসা দেখতে বিজেপির প্রতিনিধি দল, বকরি ঈদের কারণে সূচিতে বদল

রবিবার রাত ৮টা বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা কলকাতা বিমান বন্দরে পৌঁছান। সেখানে তাঁদের অভ্যর্থনা জানান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।

 

Saborni Mitra | Published : Jun 16, 2024 4:32 PM IST

রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার কলকাতা এল বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল। তবে বকরি ঈদের কারণে প্রতিনিধি দলের কর্মসূচি কিছুটা বদল করা হয়েছে। সোমবারই প্রতিনিধি দলের চার সদস্য পৌঁছে যাবেন উত্তরবঙ্গের কোচবিহারে। সেখানে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক। তারপর প্রতিনিধি দলের সদস্যরা দক্ষিণবঙ্গের হিংসা কবলিত এলাকাগুলি ঘুরে দেখবেন। বিজেপির দাবি লোকসভা নির্বাচনের পর শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ভোট পরবর্তী হিংসা হয়েছে। দেশের আর কোনও রাজ্যে এভাবে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি।

রবিবার রাত ৮টা বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা কলকাতা বিমান বন্দরে পৌঁছান। সেখানে তাঁদের অভ্যর্থনা জানান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। বিমান বন্দর থেকেই তাঁরা যান মাহেশ্বরী ভবনে। সেখানে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের রাখা হয়েছে বলে দাবি বিজেপির। সোমবার সকালেই প্রতিনিধি দলের সদস্যরা যাবেন কোচবিহারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ডহারবার, ক্যানিংসহ বাকি এলাকাগুলিতে।

Latest Videos

বিজেপি সূত্রের খবর রবিবার রাতে কলকাতায় থাকবেন চার সদস্য। সোমবার ভোরেই তাঁরা যাবেন কোচবিহারে। বিজেপি সূত্রে খবর ভোরের বিমানে তাঁরা কোচবিহার গিয়ে রাতের কলকাতায় ফিরে আসবেন। মঙ্গলবার তারাঁ ডায়মন্ডহারবার, বসিরহাট, জয়নগর লোকসভা কেন্দ্রের আক্রান্ত বিজেপি নেতা কর্মীদের সঙ্গে দেখা করতে যেতে পারেন।

শনিবার বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য ও তাদের কর্মসূচি নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিনিধি দলের সদস্যরা হলেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব, সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তর প্রদেশের প্রাক্তন ডিজিপি তথা রাজ্যসভার সাংসদ ব্রিজলা, মধ্যপ্রেশের রাজ্যসভার সাংসদ কবিতা পাতিদার। প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি দেখে দিল্লিতে গিয়ে তাদের রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

 

Share this article
click me!

Latest Videos

ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ চলছে জোরকদমে! এবার Mithakhali-তে দেখা যাবে America-র নীলকন্ঠ মন্দির!
ভরা কোটাল আসার আগেই নদী বাঁধে ধস! আতঙ্কে দিনযাপন ট্যাংরামারির বাসিন্দাদের | North 24 Parganas News
আর একটু বাকি! ফুঁসছে নদী, রাস্তার উপর দিয়ে বইছে জল, আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি Alipurduar Flood
'ডাক্তারদের নয়, দুর্নীতিগ্রস্থদের নিরাপত্তা নিয়ে ব্যাস্ত এই সরকার' Subarna Goswami | RG Kar Protest
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন