দেশের সবথেকে গরীব মুখ্যমন্ত্রী কে? ৩০ জনের তালিকায় সবথেকে শেষে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

দেশের সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাদামাটা জীবনের মত তাঁর সম্পত্তির পরিমাণও নগণ্য। রইল তৃণমূল নেত্রীর সম্পত্তির হিসেব নিকেশ।

 

Saborni Mitra | Published : Dec 31, 2024 2:57 PM
111
ADR-র রিপোর্ট

সম্প্রতি প্রকাশিত হয়েছে ADR রিপোর্ট। সেখানে বলা হয়েছে দেশের সবথেকে দরিদ্র ও ধনী মুখ্যমন্ত্রী কে। তালিকায় সবথেকে নিচে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

211
৩০ জন মুখ্যমন্ত্রী

সোমবার অ্যসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস তথা এডিআর (ADR) দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর সম্পদের খতিয়ান প্রকাশ করেছে। তাতেই দেখা যাচ্ছে সবথেকে পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

311
ধনী মুখ্যমন্ত্রী

২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা।

411
মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি

দেশের সব মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি হল ১ হাজার ৬৩০ কোটি টাকা।

511
কোটিপতি মুখ্যমন্ত্রীর সংখ্যা

অ্যসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস তথা এডিআর (ADR)-এর রিপোর্ট অনুযায়ী দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্য ২৮ জনই কোটিপতি।

611
লাখপতি মুখ্যমন্ত্রী

অ্যসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস তথা এডিআর (ADR)-র রিপোর্ট অনুযায়ী যে দুই মুখ্যমন্ত্রীর নাম কোটিপতির তালিকায় নেই তাঁরা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

711
ওমরের সম্পত্তির পরিমাণ

ওমর আব্দুল্লাহর সম্পত্তির পরিমাণে ৫৫ লক্ষ টাকা। তার থেকেও পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

811
মমতার সম্পত্তির পরিমাণ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা।

911
তিন মেয়াদের মুখ্যমন্ত্রী মমতা

তিন মেয়াদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরই ঘোষণা করেছিলেন তিনি সরকারের থেকে কোনও বেতন নেবেন না। নিয়মরক্ষার জন্য ১ টাকা বেতন নেন।

1011
মুখ্যমন্ত্রীদের গড় আয়

দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পরিমাণ ৫২ কোটি ৫৯ লক্ষ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মাথা পিছু আয়ের গড় ১ লক্ষ ৮৫ হাজার ৮৫৪ টাকা। সেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লক্ষ ৬৪ হাজার ৩১০ টাকা।

1111
তালিকায় দ্বিতীয়

তালিকায় দ্বিতীয় নাম প্রেমা খান্ডু । তৃতীয় স্থানে র.েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos