'ওঁরা আমাকে মিস করলেন', শান্ত হয়ে লন্ডনে বিক্ষোভ দমন করে বললেন মমতা

সংক্ষিপ্ত

Mamata Banerjee at London: লন্ডনে বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'আমি আপনাদের সকলকে খুব ভালবাসি। আপনারা আমাদের পার্টিকে আরও মজবুত করুন। যাতে আমার সঙ্গে তাঁরা লড়তে পারে!'

 

Mamata Banerjee at London: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফরের (London Visit) আগে থেকেই আশঙ্কা ছিল। সেই আশঙ্কাই সত্যি হল অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতার সময়। পোস্টার হাতে উঠে দাঁড়ালেন বিক্ষোভকারীরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েই আগে থেকেই ঘোষণা করেছিলেন তিনি চালিয়ে খেলবেন। যেমন কথা তেমনই কাজ। স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি দেশের প্রতিনিধি। তাই তাঁকে অপমান করা মানে দেশকে অপমান করা।

লন্ডনে বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'আমি আপনাদের সকলকে খুব ভালবাসি। আপনারা আমাদের পার্টিকে আরও মজবুত করুন। যাতে আমার সঙ্গে তাঁরা লড়তে পারে!'মমতা আরও বলেন, 'আমাকে অপমান করছেন করুন। কিন্তু দেশকে অপমান করবেন না।' যদিও হলে থাকা দর্শকরা বিক্ষোভকারীদের বিরুদ্ধে যথেষ্ট সরব ছিলেন। তারাও বিক্ষোভকারীদের কাজে ক্ষুব্ধ হন। প্রতিবাদ করেন। শেষপর্যন্ত বিক্ষোভকারীরা পোস্টার হাতে হল ত্যাগ করেন।

Latest Videos

তারপরই মমতা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, 'ওঁরা আমাকে মিস করলেন। ' দুই কলি ইংরেজি গানও লাইনও বলেন, 'ইফ ইউ মিস্ দ‍্য ট্রেন অ‍্যাম অন, ইউ উইল নো দ‍্যাট আই অ‍্যাম গন! ইউ ক‍্যান হিয়ার দ‍্য হুইসল ব্লো আ হানড্রেড মাইলস।'

যাইহোক বিক্ষোভকরীর যখন শান্ত হয়ে পড়ে তখনই মমতা পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, 'আমি বছরে দু’বার করে অক্সফোর্ডে আসব। যত বার বলবেন, তত বার আসব। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমায় ভাল করে কোনও কাজ করে দিতে বললে ঘর মুছে, কাপড় কেচে, রান্না করে বা বাসন মেজে দিতে পারব। কিন্তু ভয় দেখালে হবে না। আমি ভয় পাই না। আমি আমার মাথা নত করি একমাত্র জনতার সামনে। আর কারও সামনে নয়'। বিক্ষোভকারীদের মূল উদ্দেশ্যই ছিল মমতার সভা ভন্ডুল করে দেওয়া। কিন্তু মমতা তা করতে দেননি। যদিও দর্শকদের অনেকেই তাঁর পক্ষেই সওয়াল করেন। এদিন মমতা যথেষ্ট শান্ত হাতেই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লন্ডনে মমতার বক্ডৃতার বিষয় ছিল 'সামাজিক উন্নয়ন: নারী, শিশু ও প্রান্তিক অংশের উন্নয়ন'। সেখানে মমতা রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা তুলে ধরেন।

Share this article
click me!

Latest Videos

যে রাজ্যে চাকরি নেই সেখানে কীসের যোগ্য অযোগ্য? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন রোদ্দুর রায়
‘তৃণমূলের কাছ থেকে চাকরি কিনেছেন যারা মমতার কাছ থেকে টাকা চান’ মমতা সরকারকে একহাত নিলেন সুকান্ত