স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের। এক ধাক্কায় চাকরি গেল প্রায় ২৬ হাজার জনের।
210
সেই দিনই বড় ঘোষণা
সেই দিনই, বৃহস্পতিবারই বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সরকারি স্কুলে গরমের ছুটি ঘোষণা করেন তিনি।
310
নবান্নে বৈঠক
গরম বাড়ছে। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের কষ্টের কথা বিবেচনা করে গরমের ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিয়ম অনুযায়ী গরমের ছুটি পড়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। খাতায় কলমে গরমের ছুটি ১২ দিন থাকে।
510
এগিয়ে এল ছুটি
মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন গরমের ছুটি ঘোষণা করেছেন। তিনি বলেছেন ৩০ এপ্রিল থেকে শুরু হবে গরমের ছুটি। তবে স্কুল কবে খুলবে তা অবশ্য জানাননি।
610
২৬ হাজার চাকরি বাতিলের প্রভাব
সুপ্রিম কোর্টের রায়ে ইতিমধ্যেই ২৬ হাজার চাকরি বাতিলের প্রভাব পড়তে শুরু করেছে স্কুলগুলিতে। অধিকাংশ স্কুল থেকেই এক বা একাধিক শিক্ষকের আর চাকরি থাকছে না।
710
এক স্কুলে ৩৫ শিক্ষকের চাকরি বাতিল
ফারাক্কার একটি স্কুলে একসঙ্গে ৩৫ জন শিক্ষকের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়। সুপ্রিম কোর্টের এই রায়ে শিক্ষা ব্যবস্থায় প্রভাব পড়ার একটি বড় আশঙ্কা রয়েছে।
810
সমস্যা খাতা দেখাতেও
মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ শুরু হয়েছে। কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি বলেও সূত্রের খবর। তাই খাতা দেখাতেও প্রভাব পড়তে পারে সুপ্রিম কোর্টের রায়ে।
910
এগিয়ে গরমের ছুটি
এই অবস্থাতে এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি। অনেকেই মনে করছেন সুপ্রিম কোর্টের রায়ের ড্যামেজ কন্ট্রোলেই এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি।
1010
প্রশ্ন উঠছে
২৬ হাজার শিক্ষক বাতিলের ধাক্কা সামলানোর জন্য়ই আগে ভাগে স্কুলের ঝাঁপ বন্ধে ব্যবস্থা? এমন প্রশ্ন উঠছে অনেকেরই মনে। যদিও সেকথা বলেননি মমতা। রায়দান নিয়ে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিজেপি আর সিপিএমকে।