তীব্র গরম থেকে পড়ুয়াদের বাঁচাতে নয়া নির্দেশ, গরমের ছুটির আগেই বদলে গেল স্কুলের টাইমিং!

Published : Apr 03, 2025, 04:06 PM IST

এই কাঠফাটা গরমেও স্কুলগুলিতে চলছে পঠনপাঠন। কচিকাচাদের স্বাস্থ্য নিয়ে চিন্তার শেষ নেই অভিভাবকদের। এবার স্কুলের সময়সীমা (School Timing) ফের বদল করার সিদ্ধান্ত নেওয়া হল। তাহলে কখন থেকে স্কুল হবে এবার?।

PREV
110

চৈত্রের কাঠফাটা গরমে পুড়ছে পশ্চিমের জেলাগুলি। বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া সহ একাধিক জেলার পারদ ঊর্ধ্বমুখী। খুব দরকার না পড়লে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

210

এদিকে এই কাঠফাটা গরমেও স্কুলগুলিতে চলছে পঠনপাঠন। কচিকাচাদের স্বাস্থ্য নিয়ে চিন্তার শেষ নেই অভিভাবকদের।

310

কিন্তু এবার এই চিন্তার দিন শেষ, এর কারণ স্কুলের সময়সীমা (School Timing) আরও সকালে করার সিদ্ধান্ত নেওয়া হল। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।

410

এই তীব্র গরমের মধ্যে ছোট ছোট পড়ুয়াদের যাতে স্বাস্থ্যের কোনও সমস্যা না হয় সেজন্য এই সিদ্ধান্ত।

510

জানানো হয়েছে ভোর ৬টা থেকে সকাল ১০টা অবধি চলবে স্কুল। মূলত শিশুদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

610

এমনিতে যে হারে গরম বাড়ছে তাতে করে সে ছোট হোক বা বড়, সকলেই রীতিমতো কাহিল।

710

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও পরামর্শ দিচ্ছেন, খুব দরকার না পড়লে সকাল ১১ টার পর বাড়ি থেকে না বেরনোর।

810

তবে যাদের অফিস, স্কুল, কলেজ আছে শিডিউল অনুযায়ী বেরোতেই হবে।

910

প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলগুলি ছাড়াও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পড়ুয়াদের কথা মাথায় রেখে সকালে স্কুল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

1010

এবার স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের ওপর যাতে বেশি কোনও প্রভাব না পড়ে সেজন্য চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাঁকুড়ার বিভিন্ন স্কুলে।

click me!

Recommended Stories