১০০০০০ টাকা দুর্গাপুজোর চাঁদা! ৩১ জুলাইয়ের অপেক্ষায় পুজো কমিটিগুলি

Published : Jul 26, 2025, 04:23 PM ISTUpdated : Jul 26, 2025, 05:00 PM IST

Durga Puja: পুজো অনুদান হিসেবে গত বছর পর্যন্ত রাজ্যের ৪৩ হাজার ক্লাবকে বেছে নিয়েছে সরকার। যারমধ্যে কলকাতার ক্লাবের সংখ্যা ৩ হাজার । বাকি ৪০ হাজার জেলার পুজো।

PREV
15
দুর্গা পুজোর সূচি

এবার ২১ সেপ্টেম্বর মহালয়া। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী। অন্যান্য বছরের তুলনায় এবার দুর্গাপুজো অনেকটাই এগিয়ে। অক্টোবরের আগেই পুজো শেষ হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই দুর্গাপুজোর জন্য পুজো কমিটিগুলিকে অনুদান দেন। পুজো কমিটিগুলি পুজোর জন্য সেই অনুদানের টাকা খরচ করা হয়। প্রশ্ন এবার কত টাকা অনুদান দেবে রাজ্য সরকার। গত বছর অনুদান দেওয়া হয়েছি পুজো কমিটি প্রতি ৮৫ হাজার টাকা করে। রাজ্যের খরচ হয়েছিল প্রায় ৪৫০ কোটি টাকা।

25
গত বছরের অনুদান

পুজো অনুদান হিসেবে গত বছর পর্যন্ত রাজ্যের ৪৩ হাজার ক্লাবকে বেছে নিয়েছে সরকার। যারমধ্যে কলকাতার ক্লাবের সংখ্যা ৩ হাজার । বাকি ৪০ হাজার জেলার পুজো। গত বছর ৮৫ হাজার টাকা অনুদানের সঙ্গে বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা। তবে পুজো কটিমিগুলিকে কতগুলি শর্ত দেওয়া হয়েছিল। এবার ক্লাব বা পুজো কমিটির সংখ্যা বাড়বে কিনা সেটাই প্রশ্ন। গতবছর RG কর ইস্যুতে অনেক ক্লাবই অনুদানের টাকা ফিরত দিয়েছিল। এবারও কি সেই ক্লাবগুলিতে অনুদানের টাকা দেওয়া হবে। সবকিছু জানা যাবে ৩১ জুলাই।

১০০০০০
দুর্গা পুজোর অনুদান এই বছর বাড়বে?
৩১ জুলাই নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অনুদান ঘোষণা হতে পারে
35
এবার ৩১ জুলাই পুজো কমিটির বৈঠক

রাজ্যে সরকার ৩১ জুলাই পুজো কমিটির সদস্য়দের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবের রাজ্যের শীর্ষস্থানীয় কর্তা ও নেতামন্ত্রীরা। প্রশ্ন একটাই এবার কি আরও বাড়বে দুর্গাপুজোর অনুদান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখান থেকেই পুজোর জন্য অনুদান ঘোষণা করতে পারেন মমতা। এবার এই বৈঠকে ডাকা হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের। রাজ্যে সম্প্রতি বজায় রাখতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ-সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের দুই জন সদস্য উপস্থিত থাকবেন। পুজোকে সার্বজনীন করে তুলতেই এই উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতার।

45
অনুদানের পরিমাণ

২০২৩ সালের তুলনায় গত বছর অর্থাৎ ২০২৪ সালে অনুদানের টাকা একধাক্কায় ১৫ হাজার বাড়ান হয়েছিল। ২০২৩ সালে অনুদান দিয়েছিল ক্লাবপ্রতি ৭০ হাজার টাকা। ২০২৪ সালে সেই অনুদানের টাকা বাড়িয়ে করা হয়েছেল ৮৫ হাজার টাকা। তাই চলতি বছর পুজোর অনুদান ১ লক্ষ টাকা করে বাড়িয়ে দেওয়া হতে পারে বলেও মনে করছেন পুজো কমিটির কর্তারা। গত বছরই মুখ্যমন্ত্রী বলেছিলেন, অনুদানের টাকা ধাপে ধাপে বাড়া হবে। চলতি বছর ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলেও গত বছর ঘোষণা করেছিলেন মমতা।

55
অনুদান বৃদ্ধি

২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের পরই দুর্গাপুজোর জন্য অনুদান ঘোষণা করেছিলেন মমতা। প্রথমে ২৫ হাজার টাকা করে দেওয়া হত। ২০২২ এবং ২০২৩ সালে আরও ১০ হাজার টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Read more Photos on
click me!

Recommended Stories