এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে ঠিক কত হবে? কবে থেকে হাতে পাবেন বর্ধিত ভাতা

Published : Feb 03, 2025, 08:27 PM IST

আর মাত্র কয়েক দিন! তারপরই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

PREV
110
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঘোষণা

আর মাত্র কয়েক দিন! তারপরই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

210
অনুদানকারীর সংখ্যা বাড়তে পারে

বর্তমানে ২ কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পান। আগামী দিনে সংখ্যাটা আরও বাড়তে পারে।

310
দুয়ারে সরকারে আবেদন

দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সবথেকে বেশি আবেদন জমা পড়েছে। প্রায় ৩ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য আবেদন করেছে।

410
ভাতা বৃদ্ধি

অনেকেই মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাও কয়েক দিনের মধ্যে বাড়ান হতে পরে। কারণ গত বছরের পর আর অনুদানের টাকা বৃদ্ধি করা হয়নি।

510
লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান নিয়ে জল্পনা

কেউ বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার আর ১২০০ থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হতে পারে।

610
নবান্ন চুপ

যদিও এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান আর অনুদানকারীর সংখ্যা বৃদ্ধি নিয়ে টু-শব্দটি করেনি নবান্ন। কিন্তু তারপরেও এই প্রকল্প ঘিরে জল্পনা তুঙ্গে।

710
বাজেট ১০ তারিখে

১০ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হচ্ছে রাজ্য বিধানসভায়। ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ। সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা থাকতে পারে বলে অনুমান।

810
শেষ পূর্ণাঙ্গ বাজেট

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটাই। আগামী বছর ভোট অন অ্যাকাউন্ট পেশ। তাই অনেকেই মনে করেছেন এবারই ভাতা বৃদ্ধি করা হতে পারে।

910
২০২১ সালে পথচলা শুরু

২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু। বিধানসভা ভোটের আগে ঘোষণা। বিধানসভা ভোটের পর থেকে অনুদানের টাকা দেওয়া শুরু হয়।

1010
অনুদানের টাকা

প্রথমে ৫০০ টাকা মাসে অনুদান দেওয়া হত। কিন্তু গত বছর লোকসভা ভোটের আগে অনুদানের টাকা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় ১০০০ টাকা করেছিলেন। এবার কত হবে? তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

click me!

Recommended Stories