Mamata Banerjee: দুবাইয়ের মঞ্চে মমতার কন্ঠে 'এ মেরে বতন কে লোগো...', সুরের মুর্ছনায় কাটল সন্ধ্যে

Published : Sep 23, 2023, 02:18 PM IST
Mamata

সংক্ষিপ্ত

মমতার গলায় শোনা গেল দেশাত্মবোধক গান। শুক্রবার প্রবাসীদের সঙ্গে সাক্ষাতের সন্ধ্যায় আয়োজিত হয়েছিল সাংস্কৃতিক সন্ধ্যার।

দুবাইয়ের মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রীর কন্ঠে ধ্বনিত হল দেশাত্ববোধক গান। লুলু শিল্পগোষ্ঠীর এক্সিকিউটিভ ডিরেক্টর আশরফ আলি এবং আমিরশাহির বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জ়েয়াউদির সঙ্গে বৈঠকের পর প্রবাসীদের সঙ্গে দেখা করেন তিনি। এই অনুষ্ঠানেই মমতার গলায় শোনা গেল দেশাত্মবোধক গান। শুক্রবার প্রবাসীদের সঙ্গে সাক্ষাতের সন্ধ্যায় আয়োজিত হয়েছিল সাংস্কৃতিক সন্ধ্যার। সেই অনুষ্ঠানেই,'প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে…', গানে গলা মেলালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এছাড়াও গাইলেন,'এ মেরে বতন কে লোগো...'।

গতকালই লুলু গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের পরই মুখ্যমন্ত্রী জানান, এরাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী দুবাইয়ের বহুজাতিক সংস্থা। এই প্রসঙ্গে শুক্রবার একটি টুইটও করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক বাংলার জন্য যথেষ্ট ফলদায়ী হয়েছে বলে জানিয়েছেন মমতা। তিনি ওই পোস্টে জানিয়েছেন,'এই বৈঠকে বেশ কয়েকটি সম্ভাবনা উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় সম্ভাবনা হল নিউটাউনে একটি বিশ্বমানের মল তৈরি হওয়ার সম্ভাবনা।। এছাড়া লুলু গ্রুপ খুচরো আউটলেটগুলোর মাধ্যমে বিশ্ব বাংলার পণ্যকে বিশ্বব্যাপী প্রচার নিয়ে আসার কথাও বলেছে।'

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু শপিং মল নয়, রাজ্যে আরও একাধিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী লুলু গ্রুপ। মৎস্য প্রক্রিয়াকরণ, পোল্ট্রি, দুধ ও মাংস প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগে করতে চায় এই সংস্থা। উল্লেখ্য ভারতের বেশ কিছু রাজ্যে লুলু গ্রুপের বিনিয়োগ থাকলেও বাংলায় এই প্রথম বিনিয়োগ করতে চলেছে তাঁরা।

শুক্রবার ১১ দিনের বিদেশ সফরের তৃতীয় শিল্পবৈঠকে যোগ দেন তিনি। বৃহস্পতিবার থেকেই দুবাইতে একগুচ্ছ কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। গতকালই দুবাই বন্দর পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন,রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব বন্দনা যাদবও। ছিলেন দুবাইয়ে ভারতীয় উপদূতাবাসের প্রতিনিধি এবং ভারতীয় বণিকসভা ‘ফিকি’ (ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)-র কর্তারাও। এদিন বন্দরের কর্তা আহমেদ আল মাজ়রোউই, ইবতেসাম আল কবি, কেভিন ডি’সুজার সঙ্গে বৈঠকও করেন পশ্চিমবঙ্গের প্রসাশনিক প্রধান।

PREV
click me!

Recommended Stories

শান্তিনিকেতনে তৃণমূল নেতার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের অভিযোগ পরিকল্পিত খুন
SIR News: SIR মেয়াদ শেষের পরও হাকিমপুরে বাংলাদেশিদের ঢল! BSF-এর কাছে ৪৫ বাংলাদেশির আত্মসমর্পণ