পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে পুলিশকে নিজের স্বার্থে ব্যবহার করছে তৃণমূল, টুইট করে বিস্ফোরক শুভেন্দু

Published : Jun 11, 2023, 09:20 PM IST
suvendu mamata

সংক্ষিপ্ত

তিনি বলেন মুর্শিদাবাদ থেকেই একাধিক অভিযোগ আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। ফলে বিরোধীরা মনোনয়ন জমা করার সুযোগই পাচ্ছেন না সেভাবে বলে অভিযোগ শুভেন্দুর।

পঞ্চায়েত নির্বাচনে আগে রাজ্য জুড়ে যথেচ্ছ অত্যাচার চালাচ্ছে তৃণমূল। রবিবার টুইট করে এমনই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন মুর্শিদাবাদ থেকেই একাধিক অভিযোগ আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। ফলে বিরোধীরা মনোনয়ন জমা করার সুযোগই পাচ্ছেন না সেভাবে বলে অভিযোগ শুভেন্দুর।

তিনি টুইট করে লেখেন

পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের বৈষম্য ও অপদার্থতার নিদর্শন:-

চিত্র ১:-

রাজেশ মাহাতো, শিবাজী মাহাতো-সহ কুড়মি আন্দোলনের ৯ নেতা-কর্মীকে বিনা অপরাধে, তথ্য প্রমাণ না থাকা সত্ত্বেও, শুধুমাত্র ভাইপোকে তুষ্ট করার উদ্দেশ্যে এবং হেফাজতে নিয়ে ওনাদের ওপর অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার চালানোর লক্ষ্যে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছিল সিআইডি। ঝাড়গ্রাম বিশেষ দায়রা আদালত সিআইডি হেফাজতে নেওয়ার আবেদন খারিজ করে দেন।

চিত্র ২:-

মুর্শিদাবাদের ডোমকলে পঞ্চায়েতের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে সমাজবিরোধীদের একত্রিত করে, গুন্ডামি করে তৃণমূল। সেই উত্তেজক পরিস্থিতির মধ্যেই তৃণমূল অঞ্চল সভাপতি বশির মোল্লার কোমর থেকে প্রকাশ্যেই পিস্তল উদ্ধার করে পুলিশ। তৃণমূল নেতার কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে নেওয়ার ভিডিও সংবাদমাধ্যমে দেখা যায়।

কর্তব্যরত পুলিশ অফিসার, বশির মোল্লাকে বলছেন; "পালিয়ে যাননি কেন, আমার সামনে ধরা পড়েছেন যখন আর কিছু করার নেই।"

আমার ধারণা এই দৃশ্য সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা না পড়লে, বশির মোল্লাকে পুলিশ এমনিই ছেড়ে দিত আগ্নেয়াস্ত্র সহ।

আজ আদালতে সরকারি আইনজীবী বশির মোল্লার পুলিশি হেফাজতের আবেদনই জানান নি। অর্থাৎ অস্ত্র আইনে মামলা রুজু করতে বাধ্য হলেও, বশির মোল্লা কে হেফাজতে নিয়ে জেরা করার প্রয়োজনই বোধ করলো না পুলিশ; এই বেআইনি অস্ত্র বশির মোল্লা জোগাড় করলো কোথা থেকে তা জানার আগ্রহ নেই পুলিশের এবং তার অস্ত্রভাণ্ডারে এই রকম আর কত অস্ত্র মজুত রয়েছে তার খোঁজ ও চালাতে নারাজ পুলিশ !

আসলে মমতা বন্দ্যোপাধ্যায় "পুলিশি হেফাজত" কে, তদন্তের স্বার্থে ব্যবহার না করে হিটলারের নাৎসি জমানার "গ্যাস চেম্বারে" পরিণত করেছেন, সরকার বিরোধী যেকোনো গণতান্ত্রিক আওয়াজের কণ্ঠরোধ করার জন্য। তা সে বিরোধী রাজনৈতিক কর্মীদেরই হোক অথবা কোনো সামাজিক সংগঠনের নেতা কর্মীদেরই হোক।

আমি আশা করবো মহামান্য উচ্চ আদালত; নিম্ন আদালতে নিত্যদিন ঘটে চলা পুলিশ ও সরকারি আইনজীবদের এই দ্বৈত ভূমিকা নিজেদের পর্যবেক্ষণে আনবেন।

 

 

এর আগেও শুভেন্দু টুইট করে মমতা প্রশাসনকে খোঁচা দেন। ট্যুইটে তিনি লেখেন, ‘রাজ্যের স্বরাষ্ট্র দফতর সিভিক ভলান্টিয়ারদের পঞ্চায়েত ভোটে পুলিশ কর্মী হিসেবে ব্যবহার করতে চাইছে৷ সূত্র মারফত একটা খবর পাচ্ছি যে, রাজ্যের স্বরাষ্ট্র দফতর সিভিক ভলেন্টিয়ারদের পঞ্চায়েত নির্বাচনে পুলিশের মতো পোশাক পরিয়ে ব্যবহার করার পরিকল্পনা করেছে। বিশেষ করে জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমের মতো ‘সংবেদনশীল’ জেলাগুলিতে এদের ব্যবহার করা হবে’।

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর