India bloc: ভারত জোটকে বাইরে থেকে সমর্থনের বার্তার মমতা, ক্ষেপে গিয়ে অধীর দিলেন 'সুবিধেবাদী রাজনীতবীদ' তকমা

Published : May 16, 2024, 08:51 PM ISTUpdated : May 16, 2024, 08:52 PM IST
mamata banerjee adhir

সংক্ষিপ্ত

মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিআই(এম) ও কংগ্রেসের জোনও জোট নেই। সর্বভারতীয় স্তরে জোট রয়েছে। তিনি আরও বলেন, 'আমি ইন্ডিয়া জোটের অংশ। একই সঙ্গে আছি, থাকব। ' 

আবারও ইন্ডিয়া জোট নিয়ে তরজায় জড়়ালেন মমতা বন্দ্যোপাধ্য়া ও অধীর চৌধুরী। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, তিনি ইন্ডিয়া জোটের অংশ। নির্বাচনের পর ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে তিনি বাইরে থেকে সমর্থন জানাবেন। তিনি জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটতে পুরোপুরি সমর্থন করেন। কিন্তু পঞ্চম দফা নির্বাচনের আগে মমতার গলায় জোটের সুর মোটেও পছন্দ নয় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর। তিনি সরাসরি বলেন, মমতা বন্দ্যোপাধ্যা সুবিধেবাদী রাজনীতিবিদ। তিনি নিজের স্বার্থের জন্যই জোটকে সমর্থনের কথা বলছেন।

এদিন নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিআই(এম) ও কংগ্রেসের জোনও জোট নেই। সর্বভারতীয় স্তরে জোট রয়েছে। তিনি আরও বলেন, 'আমি ইন্ডিয়া জোটের অংশ। একই সঙ্গে আছি, থাকব। ' জোটে থাকার কথা বললেও মমতা সিপিএম ও কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বাংলায় সিপিএম ও কংগ্রেস জোট বেঁধেছে বিজেপিকে সাহায্য করার লক্ষ্য নিয়েই। তিনি রাজ্যের বিরোধী দলগুলিতে বিশ্বাস না করারও কথা বলেছেন। তবে ইন্ডিয়া জোট সরকার গঠন করলে তাঁর দল বাইরে থেকে সমর্থন করবে বলেও জানিয়ে দেন।

মমতার এই মন্তব্যের পরই আসরে নামে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধীর। তিনি মমতার তীব্র সমালোচনা করে মমতাকে সুবিধেবাদী রাজনীতিবিদ বলেছেন। পাশাপাশি মমতাকে বিশ্বাস করা যায় না বলেও মন্তব্য করেছেন। তিনি বলেন, 'মমতা পরিবর্তিত রাজনৈতিক ল্যান্ডস্কেপ উপলব্ধি করার পরেই তাঁর অবস্থান পরিবর্তন করছেন।' অধীর আরও বলেন, 'এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় ভারত জোট এগিয়ে যাচ্ছে। সরকার গঠনের দ্বারপ্রান্তে রেছে। সেই কারণে বুদ্ধমান ও সুবিধেবাদী রাজনীতিবিদ নেত্রী হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর সমর্থের কথা আগে থেকেই জানিয়ে দিয়েছেন।' অধীর আরও বলেন, মমতা বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। ভোটাররা ইন্ডিয়া জোটের দিয়ে পক্ষে রয়েছে এটা বুঝতেই পেরেই তিনি অবস্থান বদল করছেন। তিনি আরও বলেন, জাতীয় রাজনীতিতে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্যই মমতার অবস্থান বদল। জাতীয় রাজনীতিতে টিকে থাকার জন্য়ই ইন্ডিয়া জোটের অংশ হিসেবে নিজেকে দাবি করেছেন মমতা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today Live News: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী