বাংলার এই সরকারি কর্মীদের ৭০০০ টাকা মাইনে বাড়ালেন মমতা! নবান্নের বিজ্ঞপ্তিতে কারা কত পাবেন?

Published : Aug 04, 2025, 12:18 PM IST

কমবেশি সাত হাজার টাকা বেতন ভাতা বাড়তে চলেছে! পুজোর আগেই এমন খুশির খবর শুনে সকলের মুখে চওড়া হাসি। কিন্তু কোন ভাতা বাড়িয়ে দিল সরকার? কাদের ভাতা বাড়ল? আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদন থেকে।

PREV
15

সরকারি কর্মীদের জন্য (Government Employees) একের পর এক সুখবর দিচ্ছে রাজ্য সরকার। বিভিন্ন ভাতা বৃদ্ধি (Salary Hike), বহু নতুন প্রকল্পের ঘোষণা আসছে রাজ্য সরকারের তরফে। বাংলার সরকার এবার সরকারি কর্মীদের (Government Employees) নির্দিষ্ট একটি ভাতা ব্যাপক হারে বৃদ্ধি করল। জানা গিয়েছে রাজ্য সরকারি কর্মীদের সুযোগ-সুবিধার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার ফলে এই পরিবর্তন আনা হচ্ছে। এই নিয়েই বিরাট বড় ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

25

ফলে বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন বাংলার বেতনভোগী সরকারি কর্মীরা। জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের বেতনের সঙ্গে ঢুকতে পারে অতিরিক্ত ৭হাজার টাকা। নির্দিষ্ট একটি ভাতা বৃদ্ধি করার প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর এই বিষয়টি নিয়ে ব্যাপক খুশি এই রাজ্যের সকল সরকারি কর্মীদের একাংশের (Government Employees). এক কথায় বলা চলে, পুজোর আগে এই খবর যেন সোনায় সোহাগা।

35

কত টাকা বেতন বাড়ছে?

প্রধানত অভিজ্ঞতার ভিত্তিতে নূন্যতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হলো ধাপে ধাপে। সরকারের এই সিদ্ধান্তের ফলে মোটামুটি প্রায় সাত হাজার টাকার ভাতা বৃদ্ধি পেল। মোটামুটি টাকার হিসেব করলে বলা যায়, কোনও কর্মী যদি টানা পাঁচ বছর ধরে কাজ করেন, তাহলে ন্যূনতম বেতন হিসেবে তাঁর টাকা হবে ২১,০০০‌ টাকা।‌

45

আর যদি কোন কর্মী টানা দশ বছর ধরে কাজ করেন তাহলে তাঁর বেতন হবে মোটামুটি ২৬ হাজার টাকা। তবে বিষয়টি এখানেই শেষ নয়। যদি কোন কর্মী টানা ১৫ বছর ধরে কাজ করেন তাহলে তাঁর বেতন হবে প্রায় ৩২ হাজার টাকা। আর ২০ বছর ধরে টানা কাজ করলে সেই কর্মীর বেতন হবে মোটামুটি প্রায় ৩৯ হাজার টাকা।

55

রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি (Salary Hike) করা হবে। রাজ্য সরকারের স্কুলে পড়ালেও SSC বা TET থেকে নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন ও পেনশন কাঠামো তাদের নেই।

Read more Photos on
click me!

Recommended Stories