কী হবে ২৬০০০ চাকরি হারার ভবিষ্যৎ? মঙ্গলবার SSC মামলার শুনানির দিকে সবপক্ষ

Published : Aug 04, 2025, 10:08 AM ISTUpdated : Aug 04, 2025, 10:24 AM IST

SSC case:সুপ্রিম কোর্টের এই মামলাটি ২৬ হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। রাজ্য সরকারের দায়ের করা মূল রিভিউ পিটিশনের সঙ্গে শুনানি হবে সিভিল আপিলের রিভিউ পিটিশনের।

PREV
16
সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলা

কী হবে ২৬ হাজার চাকরিহারার ভবিষ্যৎ? সুপ্রিম কোর্টে নতুন মোড় নিয়েছে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলা। কারণ সুপ্রিমে রিভিউ পিটিশন দাখিল হয়েছিল। সেই মামলাই আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ৫ অগস্ট শুনতে পারে সুপ্রিম কোর্ট। ৫ অগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে হতে পারে এই মামলার শুনানি। এতদিন কথাছিল ২৬ হাজার চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশনের শুনানি বিচারপতিদের চেম্বারে হবে। কিন্তু সূত্রের খবর এই মামলার শুনানি হতে পারে প্রকাশ্য কোর্টে।

26
মামলার পরিস্থিতি

সুপ্রিম কোর্টের এই মামলাটি ২৬ হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। রাজ্য সরকারের দায়ের করা মূল রিভিউ পিটিশনের সঙ্গে শুনানি হবে সিভিল আপিলের রিভিউ পিটিশনের। এই মামলায় মোট ১৭২টি রিভিউ পিটিশন যুক্ত হয়েছে। যার কারণে এটি গুরুত্বপূর্ণ বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। এই মামলার শুনানি চাকরিহারা পরীক্ষার্থীদের কাছে শেষ আশা। কারণ এরপর আর কোনও আইনি পদক্ষেপ নেওয়ার থাকবে না ।

36
সুপ্রিম কোর্টের নোটিশ

সুপ্রিম কোর্ট ১ অগস্ট একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ৪-৮ অগস্টের মধ্যেই তালিকাভুক্ত চেম্বার মামলাগুলি শর্ট-নোটিশে শুনানি হতে পারে। সেখানে মৌখিক যুক্তি-তর্ক পেশ করার সুযোগ থাকবে। যদিও SSC মামলাটিকে সেই তালিকাভুক্ত করা হয়নি। কিন্তু মনে করা হচ্ছে এটিরও প্রকাশ্যে শুনানির সম্ভাবনা রয়েছে।

46
প্রকাশ্য ও চেম্বার শুনানি পার্থক্য

চেম্বার শুনানিঃ চেম্বার শুনানিতে শুরুমাত্র মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরাই উপস্থিত থাকতে পারেন। এখানে কোনও মৌখিক সওয়াল জবাবের সুযোগ পেশ করার সুযোগ থাকে না। তবে লিখিত রিপোর্ট আকারে যুক্তি পেশ করা যায়।

56
প্রকাশ্য শুনানি

আদাতল কক্ষেই হয় এই শুনানি। এখানে মামলার সঙ্গ যুক্তি সকলেই উপস্থিত থাকতে পারেন। নিজের মত করে মৌখিক যুক্তি পেশ করতে পারেন। নিজের পক্ষের কথাও বিচারপতির অনুমতি নিয়ে বলতে পারেন মামলার সঙ্গে যুক্তরা। এখানের নিজের কথা তুলে ধরার সুযোগ অনেক বেশি থাকে।

66
কোন পথে শুনানি

এই শুনানিটিই নির্ধারণ করবে যে ২৬,০০০ চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ কী হবে। যদি শুনানি প্রকাশ্য আদালতে হয়, তবে সমস্ত পক্ষের কাছে তাদের যুক্তি পেশ করার এবং ন্যায়বিচার পাওয়ার একটি বড় সুযোগ থাকবে। রাজ্য সরকার এবং চাকরিপ্রার্থীরা উভয়েই আশাবাদী যে সুপ্রিম কোর্ট তাদের আবেদন বিবেচনা করবে এবং একটি ইতিবাচক রায় দেবে

Read more Photos on
click me!

Recommended Stories