
আজ সোমবার সর্বত্র পুজিত হবেন মা লক্ষ্মী। আজ পালিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপুজো। বাড়িতে বাড়িতে চলছে পুজোর প্রস্তুতি। এদিন সকালে নিজের লেখা গানের মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।
দুর্গাপুজোর সময়ও মুক্তি পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক গান। শেষে বিজয়া দশমীর দিন মুখ্যমন্ত্রী নিজের লেখা গানে রাজ্যবাসীকে শুভচ্ছো জানিয়েছিলেন। এবার ফের নিজের লেখা গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা লেখেন, আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান, আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান। … সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জানা গিয়েছে, গানটির কথা ও সুর করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তবে গানটি গেয়েছেন শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে লক্ষ্মীপুজোর প্রস্তুতির দৃশ্য। সেই সঙ্গে মহিলাদের এগিয়ে যাওয়ার বার্তাও রয়েছে এই গানে।
আজ চারিদিকে চলছে পুজোর প্রস্তুতি। আজ এই বিশেষ দিনে নিজের লেখা গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সামলানোর পাশাপাশি নানান কাজে নিজেকে যুক্ত রাখেন মুখ্যমন্ত্রী। ছবি আঁকা থেকে গান লেখা- এই সবের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহের কথা কারও অজানা নয়। এবার ফের একবার সামনে এল তাঁর প্রতিভা। এবার পুজোয় তাঁর লেখা গান বাজতে শোনা গেল বিভিন্ন প্যান্ডেলে। এদিকে বাংলার মানুষকে নবমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের লেখা গান শেয়ার করলেন। এবার সেই গানে কন্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী। শুধু লেখা নয়, গানের সুরও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই গান শেয়ার করে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, যদি থাকত এতটা ছোট্ট বাগান/ তবে কলি হয়ে রোজ ফুটতাম। সকলকে জানাই মহানবমীর আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং ইমন চক্রবর্তীর গাওয়া আরও একটা পুজোর গান শেয়ার করে নিচ্ছি।