নিজের লেখা ও সুর দেওয়া গানে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, কণ্ঠে অদিতি মুন্সী

Published : Jan 23, 2026, 08:28 AM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর পুণ্য তিথিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে নিজের লেখা ও সুর করা একটি গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অদিতি মুন্সীর কণ্ঠে গাওয়া এই গানটি তিনি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়েছে।

ভোর থাকতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ সর্বত্র পুজিত হবেন মা সরস্বতী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। শাস্ত্র অনুসারে, এই দিনটি প্রজাপতি ব্রক্ষার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। কথিত আছে, দেবী সরস্বতী আরাধনা করলে জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, স্মৃতিশক্তি, চিন্তা করার ক্ষমতা ও বাচন ক্ষমতা বৃদ্ধি পায়। আর এই কারণে সকল ছাত্র-ছাত্রীরা এই পুজো করে থাকেন। সমস্ত স্কুল, কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে দেবী সরস্বতীর আরাধনা হয়।

এই শুভ তিথিতে নিজের লেখা ও সুর দেওয়া গান প্রকাশ করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক পেজে গান প্রকাশ করেন। সেই গানের ভিডিও পোস্ট করে লেখেন,

‘আজ বসন্ত পঞ্চমীতে

যৌবন এসো নতুন স্রোতে,

ভেঙ্গে ফেলো বাধা বিঘ্ন

হতাশাকে করো ছিন্ন।’

সকলকে জানাই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।

এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং অদিতি মুন্সীর গাওয়া সরস্বতী পুজোর একটি গান শেয়ার করে নিচ্ছি।

প্রশাসনিক কাজের ব্যস্ততার মাঝে বই লেখা, কবিতা লেখা এমনকি গান লেখা ও সুর দেওয়ার সখ রাখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আবহে প্রতিবছর তাঁর লেখা ও সুর করা গান প্রকাশ পেয়েছে। এবার সরস্বতী পুজোয় মুক্তি পেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা ও সুর করা গান।

এবছর ২৩ জানুয়ারি পুজিত হচ্ছেন মা সরস্বতী। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, পঞ্চমী পড়েছে বাংলা ক্যালেন্ডার অনুসারে ৮ মাঘ এবং ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ২টো ৩০ মিনিটে। পঞ্চমী থাকবে ২৩ জানুয়ারি শুক্রবার রাত ১টা ৪৭ মিনিট পর্যন্ত। আবার গুপ্তপ্রেস মতে, ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ডে পড়ছে তিথি। থাকবে ২৩ জানুয়ারি শুক্রবার রাত ১২টা ২৭ মিনিট পর্যন্ত।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'আপনার ভাইপো বৌকেও ঘুগনি বানিয়ে বিক্রি করতে বলুন', মমতাকে ধুয়ে যা বললেন সুকান্ত | Sukanta on Mamata
'আমি মালা দেওয়ার পর সেটা PWD-র লোকেরা ফেলে দেয়, Netaji জন্মজয়ন্তীতে বিস্ফোরক Suvendu Adhikari | BJP