বাজেটের পরেই কাজ শুরু মমতার! এই প্রকল্পে এক হাজার কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার, কোন প্রকল্পে?

Published : Feb 18, 2025, 03:14 PM IST

বাজেটের পরেই দুর্দান্ত খবর রাজ্যের মানুষদের জন্য। রাজ্য বাজেট শেষ হওয়ার পরেই কাজ শুরু করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই একটি প্রকল্পে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। দেখে নিন কোন প্রকল্পে

PREV
110

বাংলার বহু প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। এই ইসুতে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত।

210

এরই মধ্যে পেশ হয়ে গিয়েছে রাজ্য বাজেট ২০২৫।

310

বাজেটে নানা প্রকল্পের বরাদ্দের পর এবার কাজ শুরু করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

410

একটি নির্দিষ্ট প্রকল্পে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

510

কারা পাবেন এই টাকার সুবিধা? রইল বিস্তারিত তথ্য।

610

২০২৫-২৬ রাজ্য বাজেটে এই খাতে বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করেছে মমতা সরকার।

710

এর মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের তোয়াক্কা না করে নিজের বলেই কোটি কোটি টাকা খরচ করে পথশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।

810

১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের (PM Gram Sarak Yojana) টাকাও দু’বছর ধরে বন্ধ রেখেছে মোদী সরকার। অভিযোগ এমনটাই।

910

এই আবহে এই ইসুতেই বড় পদক্ষেপ করল রাজ্য সরকার (West Bengal Government)।

1010

বাংলায় কেন্দ্রীয় সরকার যে রাস্তা তৈরি করেছে সেসবেরও এখন বেহাল দশা। এবার সেসব রাস্তার প্রাণ ফেরাতে এক হাজার কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী।

click me!

Recommended Stories