আজ কলকাতার তাপমাত্রা ২৮.১৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের পূর্বাভাসে সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২১.৫৬ ডিগ্রি সেলসিয়াস এবং ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
ফেব্রুয়ারিতেই ভয়ঙ্কর চড়বে তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মার্চ মাসের জন্য অপেক্ষা করে রয়েছে ভয়ঙ্কর গরম।
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫-এ কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে যথাক্রমে ২১.৬২ ডিগ্রি সেলসিয়াস এবং ৩৩.৩৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামিকাল আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৮ শতাংশ। অস্বস্তিকর গরম থাকবে সারাদিন।
সামনের সপ্তাহে আরও কিছুটা চড়বে পারদ। ত্বক সুস্থ রাখতে সানস্ক্রিন এবং সানগ্লাস না পড়লে বিপদে পড়তে হবে।
শিশু এবং হাঁপানি জাতীয় শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়ির ভিতরেই থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
ভয়ঙ্কর গরম পড়তে চলেছে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই। তীব্র দাবদাহে অস্থির হতে চলেছে বঙ্গ।
Anulekha Kar