২০২৫ এর বাজেটে ৪ শতাংশ DA ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মহার্ঘ ভাতা বৃদ্ধিতে একেবারেই খুশি নন সরকারি কর্মীদের একাংশ।
210
কেন্দ্রের সঙ্গে এখনও বহু ফারাক রাজ্যের DA-র। রাজ্য সরকারি কর্মীরা মোটামুটি ৬ থেকে ১০ শতাংশ ডিএ-য়ের আশা রেখেছিলেন। কিন্তু তা বাড়ল না বলেই ক্ষোভ বহু কর্মীর।
310
অন্যদিকে প্রায় ১০ বছর হয়ে গিয়েছে বেতন কমিশন বসেছে। ২০২৫ সালে নতুন বেতন কমিশন বসানোর কথা হলেও তা বসেনি। তাই বেশ অনেকটাই ক্ষোভ জমেছে সরকারি কর্মীদের মনে।
410
তবে এবার বেশ কিছু স্বস্তি দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরে বাড়তে পারে আরও ৬ শতাংশ DA। এমনই আশা রাখছেন সকলে।
510
যেহেতু সামনে বিধানসভা ভোট তাই সেই কথা মাথায় রেখে এবার সরকারি কর্মীদের প্রাপ্য টাকা দিয়ে দিতে পারে মমতা সরকার।
610
ফেব্রুয়ারি মাসেই যেহেতু ডিএ-র ঘোষণা হয়েছে তাই নতুন ঘোষণা আরও বেশ কিছু মাস পরে হবে মনে করা হচ্ছে।
710
তবে ভোটের আগে মালামাল হতে পারেন সরকারি কর্মীরা। এক ধাক্কায় ৬ শাতংশ ডিএ দিয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী।
810
ঠিক নির্বাচনের আগে আগে এই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার এই ধারনায় কতটা সিলমোহর পড়ে তা দেখতেই অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।
910
অন্যদিকে কেন্দ্র ইতিমধ্যেই অষ্ম বেতন কমিশনের ঘোষণা করে ফেলেছে। কেন্দ্রের দেখানো পথে হেঁটে DA বাড়িয়ে দিয়েছে একাধিক রাজ্য। কিন্তু ঠিক আশানরূপ মহার্ঘ ভাতা বাড়াল না রাজ্য সরকার।
1010
সামনের ভোটের আগে সরকারি কর্মীদের মন খুশি করে দিতে পারে রাজ্য সরকার বলে মনে করা হচ্ছে।