মোদীর পর এবার সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়, মাত্র ১০ দিনের ফারাকেই পাল্টা সভা

Published : Jan 20, 2026, 06:50 PM IST

গত রবিবার সিঙ্গুরে টাটাদের মাঠে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক ১০ দিনের মাথায় সেই সিঙ্গুরেই পাল্টা সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

PREV
15
১০ দিনের মাথায় সভা

গত রবিবার সিঙ্গুরে টাটাদের মাঠে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক ১০ দিনের মাথায় সেই সিঙ্গুরেই পাল্টা সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি রাজ্যের উপভোক্তাদের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধে তুলে দেবেন।

25
সিঙ্গুরে মমতার সভা

আগামী ২৮ জানুয়ারি বুধবার সিঙ্গুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই তিনি প্রশাসনিক বৈঠক করবেন। নবান্ন সূত্রের খবর, ১৬ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের স পাকা বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

35
মোদীর সভা

গত রবিবার সিঙ্গুরে জোড়া কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমে তিনি প্রশাসনিক সভা করেন। তাঁর পরে জনসভায় বক্তৃতা দেন। সভা থেকে রাজ্যের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে রাজনৈতিক মঞ্চ থেকে সরাসরি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।

45
তৃণমূলের দাবি

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পাল্টা সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্দরে জল্পনা সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বার্তাও দিতে পারেন। মোদীর সঙ্গে বিজেপিকেও নিশানা করতে পারেন মমতা। মোদী সিঙ্গুরের সভা থেকে কোনও শিল্পের বার্তা দেননি। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্য়ায় কী করেন।

55
তৃণমূলের অন্দরের খবর

হুগলি জেলা তৃণমূল সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সভার পরেই সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে দলীয় নেতা কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছিল। পরে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে জানান হয়, প্রশাসনিক সভার জন্য ২৮ ডিসেম্বর সময় দিয়ছেন মমতা। সেই মতই প্রশাসনিক স্তরে ও দলীয় স্তরের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

Read more Photos on
click me!

Recommended Stories