চলতি সপ্তাহেই সরস্বতী পুজো, তার আগে বদলাচ্ছে আবহাওয়া। সোমবার থেকে পারদ উর্ধ্বমুখী হলেও সকাল ও রাতে শীতের আমেজ বজায় থাকবে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েকদিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে এবং ঘন কুয়াশার সম্ভাবনা নেই।
সকাল থেকে ঠান্ডা আমেজ। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে গরম। ফের বিকেল থেকে বদল হচ্ছে আবহাওয়া। আবার শীতে কাবু হচ্ছে সকলে। তবে, সেই কনকনে ঠান্ডা এখন উধাও বললেই চলে। এখন প্রশ্ন হল কেমন থাকবে সরস্বতী পুজোর সময় আবহাওয়া।
25
চলতি সপ্তাহেই সরস্বতী পুজো। তার আগে আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল আবহাওয়া দফতরের আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া। এরই সঙ্গে রইল চলতি সপ্তাহে আবহাওয়ার খোঁজ।
35
সূত্রের খবর, আর ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। দক্ষিণ থেকে উত্তরবঙ্গের সর্বত্র থাকবে হালকা-মাঝারি কুয়াশা। সকালের দিকে হালকা শিশির ও কুয়াশার সম্ভাবনা আছে। এদিকে সোমবার থেকে উর্ধ্বমুখী পারদ। জানা গিয়ে, এমন আবহাওয়া থাকবে আগামী ৩ দিন।
সোমবার থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বুধবার পর্যন্ত তা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। বুধবারের পর তিন থেকে চার দিন প্রায় একই থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা বাদ দিয়ে তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
55
এদিকে কলকাতায় উত্তুরে হাওয়ার দাপট কমেছে। সামান্য তাপমাত্রা বাড়লেও সকাল ও রাতে অনুভূত হচ্ছে শীতের আমেজ। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস।