২১ জুলাইয়ের আগেই তৃণমূলের বড় কর্মসূচি, বাঙালি হেনস্থার প্রতিবাদে ১৬ তারিখে পথে নামছেন মমতা

Published : Jul 13, 2025, 06:02 PM ISTUpdated : Jul 13, 2025, 06:03 PM IST

বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে। দিল্লি থেকে ওড়িশা, বিহার সর্বত্রই বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ। এরই বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

PREV
110

২১ জুলাই শহিদ দিবসের আগে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় কর্মসূচি নিয়েছে তৃণমূল সরকার।

210

বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে। দিল্লি থেকে ওড়িশা, বিহার সর্বত্রই বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ। এরই বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

410

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হবে বেলা ১টা থেকে। থাকবেন তৃণমূলের প্রথম সারির নেতানেত্রীরা। থাকবেন রাজ্যের মন্ত্রীরাও।

510

মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা শামিল হবেন বলেই জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

610

শুধু কলকাতা নয়, জেলাতেও কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। জেলার প্রতিবাদ কর্মসূচি শুরু হবে বেলা ২টো থেকে।

710

জেলায় দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি হবে। দিল্লিতেও হবে প্রতিবাদ কর্মসূচি। তেমনই জানিয়েছেন চন্দ্রিমা।

810

ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মমতা অভিযোগ করেন বাংলা বলেও হেনস্থা করা হচ্ছে। তারই প্রতিবাদে এই কর্মসূচি।

910

এদিন সাংবাদিক বৈঠকে ভিনরাজ্যে হওয়া বাঙালিদের ওপর অত্যাচার নিয়ে সরব হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, বিজেপি শাসিত কোনও রাজ্যে গেলেই বাঙালিদের ওপর অত্যাচার করা হয়। এটা ঠিক নয় বলেও দাবি তার।

1010

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের আগে এটাই তৃণমূলের সবথেকে বড় কর্মসূচি। তাই এই কর্মসূচির দিকে তাকিয়ে রয়েছে বাংলা।

Read more Photos on
click me!

Recommended Stories