আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং এর প্রভাবে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সাইক্লোনিক ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই কারণে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
212
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার জন্য বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
312
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে
স্ট্রং মনসুন ফ্লো রয়েছে। এর কারণে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার থেকে বুধবার পর্যন্ত। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। আংশিক মেঘলা আকাশ, পরে মেঘলা আকাশের সম্ভাবনা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে দমকা বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
512
কবে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ?
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস।
612
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
712
দক্ষিণে দুর্যোগের পরিমাণ কমবে
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে।
812
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
912
ভারী বৃষ্টির সতর্কতা
সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে।
1012
কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে।
1112
বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস
বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই।
1212
আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। স্ট্রং মনসুন ফ্লো র প্রভাবেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।