Mamata Banerjee: পাহাড়ে চাকরির পোর্টাল, বড় দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন অনীক থাপাকে

মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের কারিগরি শিক্ষার উন্নতির ওপর জোর দেন। কর্মসংস্থানের সমস্যা মেটার ওপর বিশেষ নজর দিয়েছেন।

 

দার্জিলিং সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের সামগ্রিক উন্নয়ন নিয়ে একগুচ্ছ কর্মসূচির ঘোষণ করলেন মুখ্যমন্ত্রী। তরুণদের কর্মসংস্থানের কথা মাথায়ে রেখেই একাধিক পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের চারটি স্কিল সেন্টার চারু করার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রিচমন্ড হিলে জিটিএ, দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সেখানেই মমতা জানিয়েছেন , আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সমস্ত উন্নয়ন বোর্ড পুনর্গঠন করার পাশাপাশি সমস্ত বোর্ডের অডিট প্রকল্পের অগ্রগতির উপর নজরদারির জন্য মনিটারিং সেল তৈরির সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের কারিগরি শিক্ষার উন্নতির ওপর জোর দেন। কর্মসংস্থানের সমস্যা মেটার ওপর বিশেষ নজর দিয়েছেন। মমতা বলেন, পাহাড়ে অনেক প্রতিভাবান ছেলেমেয়ে রয়েছে। তাদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকারি পোর্টাল চালু করার কথাও বলেন। সেলের চেয়ারম্যান করা হবে জিটিএ-র চিফ এগ্‌জ়িকিউটিভ অনিত থাপাকে। ভাইস চেয়ারম্যান করা হবে মিরিক পুরসভার প্রশাসক তথা হিল তৃণমূলের চেয়ারম্যান এলবি রাইকে। এ ছাড়া মনিটরিং কমিটিতে রাখা হবে দুই জেলার জেলাশাসকদের। তিনদিনের সফরে দার্জিলিংয়ে এসেছেন মমতা। সোমবার কার্শিয়াংয়ে গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। মঙ্গলবারও জনসংযোগে নামেন মমতা। তবে পাহাড় সফরে এলে বরাবরই সাধারণ মানুষের সঙ্গে মিশে যান নেত্রী। এই ছবিই দেখতে অভ্যস্ত পাহাড়।

Latest Videos

সফরে দার্জিলিং গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার তাঁর দার্জিলিং -এ পৌঁছান তিনি। মঙ্গলবার ও বুধবার পাহাড়ে প্রশাসনিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার শিলিগুড়িতে ফেরার কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে তিনি ফিরবেন কলকাতায়। আগামী শুক্রবারবার বিরসা মুণ্ডার ১৫০তম জন্মদিন। পাহাড় থেকে কলকাতায় ফিরে এই অনুষ্ঠানে তিনি যোগদেবেন। অনুষ্ঠান হবে রাজারহাটে আদিবাসী ভবনে। বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষ্যে ১৫-২১ নভেম্বর পর্যন্ত কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু