২৭,৫০০ টাকা করে দেবে মমতা সরকার, শীঘ্রই সুযোগ পাবেন, জেনে নিন কীভাবে করবেন আবেদন

Published : Oct 13, 2025, 09:37 AM IST

পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য ঐকশ্রী স্কলারশিপ চালু করেছে। এই প্রকল্পের অধীনে, দ্বিতীয় শ্রেণি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কোর্স পর্যন্ত পড়ুয়ারা বার্ষিক সর্বোচ্চ ২৭,৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর।

PREV
16

ফের দারুণ খবর রাজ্যবাসীদের জন্য। এবার মমতা সরকার দেবে ২৭,৫০০ টাকা। শীঘ্রই মিলবে সুযোগ। পশ্চিমবঙ্গ সরকার চালু করবে নয়া স্কিম। ঐকশ্রী স্কলারশিপ চালু করতে চলেছে মমতা সরকার। এর দ্বারা মিলবে বিস্তর সুযোগ। মিলবে মোটা টাকা।

26

প্রতি মাসে মমতা সরকার বিভিন্ন স্কিমে টাকা দিয়ে থাকে। মাসে মাসে রাজ্যবাসী পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে রূপশ্রী, যুবশ্রীর মতো বিভিন্ন প্রকল্পের সুবিধা। এর দ্বারা মাসে মাস মেলে ১০০০ থেকে ১৫০০ টাকা মতো।

36

এবার সরকারের পক্ষ থেকে নয়া সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। পড়াশোনার ক্ষেত্রে সুবিধা পাবেন রাজ্যবাসী। পড়াশোনার ক্ষেত্রে এবার সুবিধা পেতে চলেছেন রাজ্যবাসী। শুরু হল নয়া স্কলার শিপের আবেদন। স্কলারশিপের নাম ঐকশ্রী স্কলারশিপ। আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিবেদনে এই স্কলারশিপ কারা পাবে, কাতা টাকা স্টাইপেন্ড পাবে, কীভাবে আবেদন করবেন সমস্ত তথ্য আছে।

46

ঐকশ্রী স্কলারশিপ স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ স্তর, প্রফেশনাল ডিগ্রি কোর্স বা রিসার্চ, সমস্ত ছাত্র-ছাত্রীদেরই দেওয়া হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ গড়ে তুলতে এই ঐকশ্রী স্কলারশিপ চালু করেছে সরকার। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়।

56

এই স্কলারশিপে দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ১১০০ টাকা করে দেওয়া হবে। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ৫৫০০ টাকা দেওয়া হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ১০,২০০ টাকা দেওয়া হবে। স্নাতক ও স্নাতকোত্তর স্তর জন্য ৬৪০০ টাকা দেওয়া হবে। পিএইচডি কোর্স করলে ৯৩০০ টাকা দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং কোর্স করলে ২৭,৫০০ টাকা দেওয়া হবে।

66

পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে, সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হতে হবে। যেমন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ হলে আবেদন করতে পারেন। ছাত্র বা ছাত্রীদের পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার কম হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories