Durgapur Rape Case: দুর্গাপুরের বেসরাকি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের হাতে এসেছে একাধিক তথ্য। পুলিশের নজরে ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ.
দুর্গাপুরের বেসরাকি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের হাতে এসেছে একাধিক তথ্য। যা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।
25
ক্রাইম সিন
কলেজ ক্যাম্পাস থেকে ঘটনাস্থলের দূরত্ব কমপক্ষে ৭০০ মিটার। ক্যাম্পাসের পাশেই রয়েছে জঙ্গল আর ঝোপঝাড়। সেখানে নিয়মিত মদ-গাঁজার ঠেক। সেই ঠেকেই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
35
রাস্তা থেকে টেনে নিয়ে ধর্ষণ
পুলিশ সূত্রের খবর নির্যাতিতা তরুণীকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই মদ গাঁজার ঠেকে নিয়ে গিয়ে নির্যাতিতাকে ধর্ষণ করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের।
পুলিশের নজরে সিসিটিভি। একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। সেখানে দেখা যাচ্ছে নির্যাতিতা সন্ধ্যে ৭টা ৫৮ মিনিটে সহপাঠীর সঙ্গে ক্যাম্পাস ছেড়েছিলেন। আর রাত ৮টা ৪২ মিনিটে একা ফিরে আসেন ছাত্রীর সহপাঠী। তবে সহপাঠী ক্যাম্পাসে ঢোকার আগে ৫-৬ মিনিট ক্য়াম্পাসের গেটের সামনে একা একা ঘুরে বেড়ান। তারপর আবারও বেরিয়ে যান। তারপর রাত ৯টা ২৯ মিনিটে নির্যাতিতা ও তাঁর সহপাঠী দুজনে ফিরে আসেন। রাত ৯টা ৩২ মিনিটে নির্যাতিতা হোস্টেলে ঢোকেন।
55
গ্রেফতার ৩
দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের থেকেও প্রয়োজনী তথ্য় পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ। অন্যদিকে মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নির্যাতিতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।