Mamata Vs Modi: হটসিট কলকাতা উত্তর, আজ মাত্র ৫৫ মিনিটের ফারাকেই মোদী-মমতার বড় কর্মসূচি

মঙ্গলবার নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি একই কেন্দ্রে। যুযুধান দুই দলের প্রধানের কর্মসূচির মধ্যে ফারাক মাত্র ৫৫ মিনিট।

 

লোকসভা ভোটে জমজমাট উত্তর কলকাতা। মঙ্গলবার নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি একই কেন্দ্রে। যুযুধান দুই দলের প্রধানের কর্মসূচির মধ্যে ফারাক মাত্র ৫৫ মিনিট। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক প্রস্তুতিও তুঙ্গে। সপ্তম দফা অর্থাৎ শেষ পর্বের রাজ্যে নির্বাচন হবে ৯ কেন্দ্রে। যার মধ্যে রয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ। যা বিজেপি ও তৃণমূলের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ।

উত্তর কলকাতা মানেই মমতা আর মোদীর কাছে আত্মসম্মানের লড়াই। উত্তর কলকাতার বিদায়ী সাংসদ সুদীপ চট্টোপাধ্যায়। তিনি এই কেন্দ্রের দীর্ঘ দিনের সাংসদ। তাঁর প্রতিপক্ষ বিজেপির তাপস রায়। তিনিও দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস নেতা। উত্তর কলকাতার নেতা হিসেবেই তাঁর মূল পরিচিতি। কিন্তু সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। দলবদলের পরই তাঁকে প্রার্থী করা হয়েছে। তাই তাঁর জয় বিজেপি শিবিরের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর সেই কারণে স্বয়ং নরেন্দ্র মোদী এসেছেন তাঁর হয়ে নির্বাচনী প্রচারে। তাপস রায়ের হয়ে ভোট চাইতে মোদী বিকেল ৫টা ৫৫ মিনিটে শ্যাম বাজারের নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন। তারপরই সেখান থেকে রোডশো করবেন। তিনি হাতিবাগান হয়ে বিবেকানন্দ রোড ও বিধান সরণির সংযোগস্থল পর্যন্ত রেড শো করবেন। এই অনুষ্ঠানে রাজ্য বিজেপির শীর্ষ কর্তারা উপস্থিত থাকতে পারে।

Latest Videos

অন্যদিকে একই দিনে এই কেন্দ্রে কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট চাইবেন মমতা। তবে মোদীর মাত্র ৫৫ মিনিট আগেই তৃণমূল কংগ্রেস নেত্রীর কর্মসূচি। তবে মমতা একই দিনে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট চাইবেন। সেই কারণে তাঁর মিছিল হবে এন্টালি থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। দুই প্রার্থীই মমতার সঙ্গে পথ হাঁটতে পারেন বলে তৃণমূল সূত্রের খবর।

আরও পড়়ুনঃ

ঘূর্ণিঝড় রেমাল-এর পিছুপিছু আসছে বর্ষা, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া - বৃষ্টি উত্তরে

নরেন্দ্র মোদীর হোটেল বিল ৮০ লক্ষ টাকা আদায়ে আইনি লড়াইয়ের হুমকি, কর্ণাটক সরকার জানাল পদক্ষেপ করবে

পার্কস্ট্রিট স্টেশনে জমা জল কেন ? মেট্রো কর্তৃপক্ষ ও কলকাতা পুরসভার মধ্যে দায় চাপানো শুরু

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের