এইচআইভি পজিটিভ তথ্য লুকিয়ে ট্রমা কেয়ারে ভর্তি হলেন যুবক! সংক্রমণের আশঙ্কায় পেপ নিলেন ৫ চিকিৎসক-সহ ২ ইন্টার্ন
রোগীর অসচেতনায় ভয়ঙ্কর মাশুল গুণলেন চিকিৎসকেরা! রোগীর সংস্পর্শে আসার কারণে এইচআইভি সংক্রমতি দুই ইন্টার্ন-সহ মোট পাঁচ জন চিকিৎসক। কী করে ঘটল এই ঘটনা?
পথদুর্ঘটনায় আহত হয়েছিলেন HIV আক্রান্ত এক যুবক। কিন্তু এই তথ্য গোপন করেই ভর্তি হন হাসপাতালে। ভর্তির ২৪ ঘণ্টা পরে রক্ত পরীক্ষা করে ধরা পড়ে যে তিনি এইচআইভি পজিটিভ।
কিন্তু তাতেই বিপাকে পড়েন চিকিৎসকেরা। রোগীর সংস্পর্শে আসা দুই ইন্টার্ন ও ৫ চিকিৎসকের এইচআইভিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে। ইতিমধ্যেই পেপ দেওয়া হয়েছে এই ৫ চিকিৎসক-সহ ওই ৫ ইন্টার্নকে।
গত ২২ জুলাই পথদুর্ঘটনায় আহত রোগীকে এসএসকেম এর ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। এরপর তার এইচআইভি রিপোর্ট পজিটিভ আসে।
এ প্রসঙ্গে প্লাল্টিক সার্জারি বিভাগের প্রাক্তন প্রধান গৌতম গুহ জানিয়েছেন, "আসলে অনেকেরই এই ভীতি রয়েছে যে এইচআইভির কথা জেনে গেলে তিনি সামাজিকভাবে অচ্ছুত হয়ে পড়বেন। এর আগেও এরকম দেখেছি। তাঁরা জানেন চিকিৎসা চলছে, কিন্তু সময় মতো বলেন না। অস্ত্রোপচারের সময় যদিও আমরা রুটিনমাফিক সমস্ত পরীক্ষা করিয়ে নিই । স্বাস্থ্য কর্মীদের জানান থাকে যাতে তাঁরা সতর্ক থাকেন।"
ওই রোগীর থেকেই ৫ চিকিৎসক ও দুই ইন্টার্নের এইচআইভি আক্রান্ত হওয়ার সম্ভাবনা হয়েছে। রিপোর্ট পজিটিভ আসা মাত্রই পেপ নিয়েছেন তাঁরা।