টাকা দিলেই স্কুলের চাকরির পরীক্ষার পাশ, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বার্তা পোস্ট করে শ্রীঘরে যুবক

Published : Sep 05, 2025, 09:53 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

SSC Crime News: টাকা দিলেই স্কুলে চাকরিতে মিলবে দুর্দান্ত সুযোগ। এমন বার্তা দিয়ে ফেসবুক পোস্ট করে বিপাকে যুবক। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

SSC Crime News: টাকা দিলেই মিলবে চাকরি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুবকের। তাও আবার ১-২ হাজার নয় একেবারে ১৪ লাখ টাকা। আর এই টাকা দিতে পারলেই মিলবে এসএলএসটি-তে চাকরি। ফেসবুকে এই বার্তা পোস্ট করে পুলিশের জালে যুবক। ধৃতের নাম অরিন্দম পাল। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মাংরুল গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তকে গ্রেফতারের কথা জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অতি সম্প্রতি পুলিশের নজরে আসে অরিন্দম পাল নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় টাকা দিলেই এসএলএসটি-তে চাকরি পাইয়ে দেওয়া হবে বলে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ''আমার বাড়ি মুর্শিদাবাদ। গত দু’দিন আগে আমার ফোন নম্বরে ফোন আসে। দিয়ে বলে SLST এক্সাম পাশ করে চাকরি করতে চাও? মোট ১৪ লক্ষ টাকা লাগবে। প্রশ্নপত্র দু’দিন আগে পেয়ে যাবে। মুর্শিদাবাদ থেকে পরীক্ষার দু’দিন আগে বর্ধমান নিয়ে যাবে। পরীক্ষার প্রশ্ন পৌঁছে দেবে। তারপর দিন ৫ হাজার টাকা দিতে হবে। ইন্টারভিউয়ের সময় ৪ লাখ লাগবে। আর বাকিটা চাকরি পাওয়ার পর। তাহলে কী এবার এইভাবে প্রতারণা হবে? প্রশ্নপত্র লিক হয়ে যাবে?''

এদিকে সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টটি নজরে আসতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। খতিয়ে দেখা হয় ওই ব্যক্তি আদতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মাংরুল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কীনা। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে খবর,  অভিযুক্ত অরিন্দম একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক যুক্ত। অরিন্দম ওরফে টুকলুর ফেসবুক প্রোফাইলে দেখা গিয়েছে যে সে ২০১৬ সালে ঘাটাল কলেজ থেকে স্নাতক। তাঁর ফেসবুকে বিভিন্ন পোস্টও সরকার বিরোধী বার্তায় ভরা। তাঁর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতার রয়েছে বলেও শোনা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের দাবি, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষাকে কালিমালিপ্ত করতে ওই যুবক এই কাজ করেছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে ভুয়ো প্রচারের উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসাররা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট