News Round Up: শুল্ক সঙ্ঘাতে তপ্ত ভারত-আমেরিকার সম্পর্ক থেকে সীমান্ত থেকে গ্রেফতার ইন্দোনেশিয়ার তরুণী, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Sep 05, 2025, 08:35 PM IST
News RoundUp

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে। 

১. ভারতের সঙ্গে শুল্ক সঙ্ঘাত ইস্যুতে বর্তমানে খানিকটা তপ্ত আমেরিরকার সম্পর্ক। পরিস্থিতি বদলানোর বিন্দুমাত্র চেষ্টা না করে ভারতের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার সেই ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
 শুল্ক সঙ্ঘাতে তপ্ত ভারত-আমেরিকার সম্পর্ক, মোদীর পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে সবক শেখালেন পুতিন

২.ভারতীয় নথি জাল করে দেশে ঢুকে গ্রেফতার ইন্দোনেশীয় মহিলা। দার্জিলিং জেলার পানিটাঙ্কি সীমান্তে সন্দেহভাজন এক ইন্দোনেশীয় মহিলাকে আটক করে এসএসবি। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ৪১তম ব্যাটেলিয়নের ‘সি’ কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম (BIT) পুরনো সেতুর কাছে, সীমান্ত খুঁটি নম্বর ৯০ এর ভারতীয় এলাকায় ওই মহিলাকে আটক করে। প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেও কথাবার্তায় অসঙ্গতি মেলায় পরে তাকে গ্রেফতার করে এসএসবি। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

ভারতীয় পরিচয়ে দেশ-বিদেশে ভ্রমণের অভিযোগ, এসএসবি-র জালে ইন্দোনেশিয়ার তরুণী

৩.মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন উবাচ। তিনি ভারত-চিন-রাশিয়ার বন্ধুত্ব নিয়ে আবারও কটাক্ষ করেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি চিনের SEO বৈঠকের তিন দেশের রাষ্ট্রপ্রধানেরও ছবি পোস্ট করেছেন। তবে এই তিন দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার পর তিনটি দেশ ট্রাম্পকে তেমন গুরুত্ব না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্টের সংকট যে বাড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

'ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছি চিনের কাছে'! ডোনাল্ড ট্রাম্পের নতুন উবাচ

৪. ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শুক্রবার দুপুরে আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বিজেপি বিধায়ক। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, অগ্নিমিত্রা পালের শারীরিক পরিস্থিতি এখন কেমন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও চিকিৎসকরা তাঁকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে থাকার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, বিজেপি বিধায়কের ব্রেন স্ট্রোকের পর কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। ফলে তার স্বাস্থ্যের উপর নজর রেখেছেন চিকিৎসকরা। আপাতত ডাক্তারদের তত্ত্বাবধানেই আছেন বিজেপি বিধায়ক। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল

৫. প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সুইডেনের (Sweden) টেনিস কিংবদন্তি বিয়ন বর্গ। কিছুদিন পরেই প্রকাশিত হতে চলেছে তাঁর আত্মজীবনী 'হার্টবিটস'। সেই বইয়ের শেষ অধ্যায়ে অসুস্থতার কথা জানিয়েছেন বর্গ। তিনি জানিয়েছেন, প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে গত বছর অস্ত্রোপচারের পর তিনি এখন অনেকটাই সুস্থ। স্টকহোমে (Stockholm) নিজের বাড়িতে বসে এক সাক্ষাৎকারে এই কিংবদন্তি টেনিস খেলোয়াড় জানিয়েছেন, ‘আমার এখন আর কোনও সমস্যা নেই। তবে ৬ মাস অন্তর আমাকে চিকিৎসকদের কাছে গিয়ে শারীরিক পরীক্ষা করাতে হচ্ছে। এই প্রক্রিয়া মোটেই মজার বিষয় না। তবে আমি এখন সুস্থ আছি। আমার খুব ভালো লাগছে।’ মারণরোগ ফিরে আসবে না বলেই আশা করছেন বর্গ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, আত্মজীবনীতে জানালেন কিংবদন্তি টেনিস তারকা

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Murshidabad : নয়া মেরুকরণ! বেলডাঙায় যখন বাবরি মসজিদ, বহরমপুরে তখন রাম মন্দিরের শিলান্যাস
হুমায়ুন কবীর ৮০ লক্ষ টাকা খরচ করে বাবরি মসজিদের সূচনা করলেন, ব্যবস্থা 'শাহি' ভোজের