ঋণের টাকা ফেরত দিতে না পারায় মানসিক অবসাদে আত্মঘাতী যুবক, কাঠগড়ায় পঞ্চায়েত প্রধানের স্বামী

Published : Oct 13, 2025, 06:00 PM IST
dead body

সংক্ষিপ্ত

Maldah News: সুদের চক্করে পড়ে দেনার টাকা মেটাতে না পারায় আত্মহত্যা। অভিযোগের তির পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Maldah News: সুদের ফাঁদে ফেলে গরিবের সম্পত্তি দখল, ঋণের চাপে আত্মহত্যা, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। পাওনা টাকা না দেওয়াই হুমকি। আতঙ্কে আত্মহত্যা ! তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ আনলেন এক মহিলা। 

সামসি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ। চাঁচল মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের মৃতের মা গৌরী সাহার। যদিও নিজের বিরুদ্ধে ওঠার সমস্ত রকম অভিযোগ মিথ্যে ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত পঞ্চায়েত প্রধানের স্বামী সিদ্ধার্থ রায়ের। গোটা ঘটনায় চাঞ্চল্য মালদার সামসি এলাকায়।

ঠিক কী অভিযোগ উঠেছে?

মৃতের মা গৌরী সাহার অভিযোগ, তার ছেলে সামসি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর কাছ থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন দু বছর আগে। সম্প্রতি সেই টাকা পরিশোধও করে দেন।সুদের বকেয়া ছিল ছয় লক্ষ টাকা। কিন্তু বেঁকে বসে পঞ্চায়েত প্রধানের স্বামী সিদ্ধার্থ রায়।

 তিনি ওই ব্যক্তির কাছ থেকে আরও ১৪ লক্ষ টাকা দাবি করেন। সুদ বাবদ সেই টাকা পরিশোধ করতে হবে বলে হুমকি প্রযন্ত দেওয়া হয়। এমনকি ওই ব্যক্তির জমি জায়গা দখল করার অভিযোগ ওঠে প্রধানের স্বামীর বিরুদ্ধে। এরপরই অবসাদে আত্মঘাতী হন যুবক অমিত সাহা। ঋণের চাপে ওই যুবক আত্মহত্যা করেন বলে অভিযোগ। এই ঘটনায় চাঁচল মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতারণা, ব্ল্যাকমেইল এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করা হয়েছে।

এদিকে নিজের বিরুদ্ধে ওটা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী সিদ্ধার্থ রায়। তিনি ক্যামেরার সামনে জানিয়েছেন, তিনি এই বিষয়টি নিয়ে কিছু জানেন না। তার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ মিথ্যা।

অন্যদিকে, সাংসদ-বিধায়কের উপর হামলার প্রতিবাদে মালদায় বিজেপির ডি.এম অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন জেলা প্রশাসনিক ভবনের দিকে। যদিও আন্দোলনকারীরা আটকা পড়েন পুলিশের দ্বিতীয় বড়ো ব্যারিকেডের কাছে।' সেখানে আন্দোলনকারী বিজেপি নেতাকর্মীদের বাধা পেয়ে ব্যারিকেডের উপর দলীয় ঝান্ডা তুলে ধরে জোরদার বিক্ষোভ দেখায়। 

এদিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, বিজেপি নেতা অম্লান ভাদুড়ি, নীলাঞ্জন দাস, হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ আরও অনেকেই। তারা সকলেই ডুয়ার্সের নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শংকর ঘোষের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে জোরদার বিক্ষোভ দেখান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নন্দীগ্রামে সেবাশ্রয় করে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের, পাল্টা জবাব বিরোধী দলনেতার | Suvendu Adhikari
নন্দীগ্রামে সেবাশ্রয় করে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের, পাল্টা জবাব বিরোধী দলনেতার