নেশার জন্য মাত্র ১০ টাকা নিয়ে বচসা! তাতে বন্ধুর হাতে খুন হল বন্ধু

পুলিশ জানিয়েছে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে রামপ্রসাদ সাহার নিথর দেহ। পুলিশ আরও জানিয়েছে তদন্ত তারা জানতে পারেছে ,রামপ্রসাদ সাহা মাদকে আশক্ত ছিল।

মাত্র ১০ টাকার জন্য বন্ধুকে খুন। তাও আবার মাথা থেঁতলে নৃশংসভাবে খুন করে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল দেহ। মর্মান্তির এই ঘটনার সাক্ষী শিলিগুড়ি। বৃহস্পতিবার পুলিশ দানিয়েছে, এই খুনের ঘটনায় ২০ বছরের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। জেরা পাথর দিয়ে বন্ধুর মাথা থেঁতলে খুনের কথা স্বীকারও করেছে অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে রামপ্রসাদ সাহার নিথর দেহ। পুলিশ আরও জানিয়েছে তদন্ত তারা জানতে পারেছে ,রামপ্রসাদ সাহা মাদকে আশক্ত ছিল। সে নেশার জন্য মাঝে মধ্যেই বন্ধুদের থেকে ১০-২০ টাকা এমনকি ৫০-১০০ টাকাও ধার নিত। যা নিয়ে বন্ধুদের সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। সোমবার মাত্র ১০ টাকা নিয়ে রামপ্রসাদ সাহার ঝামেলা হয় তারই বন্ধু সুব্রত দাস ও অজয় রায়ের সঙ্গে। তাদের বয়স ২২-২৪এর মধ্যে । পুলিশ আরও জানিয়েছে সুব্রত ও অজয়ও মাদকাশক্ত ছিল।

Latest Videos

সোমবার রামপ্রসাদের কাছে মাদক কেনার জন্য কোনও টাকা ছিল না সে মাদক কেনার জন্য সুব্রতর কাছ থেকে মাত্র ১০ টাকা চেয়েছিল। তা দিতে রাজি হয়নি সুব্রত। তা নিয়ে দুই বন্ধুর মধ্যে বিবাদ বাধে। তাতেই সুব্রত জঙ্গল থেকে পাথর তুলে তা দিয়ে মাথা থেঁতলে খুন করে সরামপ্রসাদকে।

শিলিগুড়ির আশিঘরের পুলিশ বুধবার রাতেই অজয় আর সুব্রতকে গ্রেফতার করেছে। তাতে সুব্রত খুনের কথা স্বীকার করেছে। তবে গোটা ঘটনায় অজয়ের কী ভূমিকা ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। তাতেই স্পষ্ট হয়েছে খুনের ঘটনা। কিন্তু প্রথমে সুব্রত খুনের কথা স্বীকার করতে চায়নি। সে রামপ্রসাদকে খুন করে বৈকুণ্ঠপুর জঙ্গলেই ফেলে রেখে গিয়েছিল। রামপ্রসাদের বাড়িতে গিয়ে জানিয়েছিল জঙ্গলে কোনও ভাবে মৃত্যু হয়েছে তার। জঙ্গলেই রয়েছে দেহ। ঘটনাস্থলে যায় রামপ্রসাদের পরিবার। উদ্ধার হয় দেহ। কিন্তু পুলিশের প্রথম থেকেই সন্দেহ ছিল রামপ্রসাদকে হত্যা করা হয়েছে। তারা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাতেই কথায় অসঙ্গতি ধরা পড়ে সুব্রত। পরে জেরায় সে খুনের কথা স্বীকার করে নেয়। সূত্রের খবর সুব্রত জানিয়েছে রামপ্রসাদ মাঝে মধ্যেই টাকা ধার নিত। কিন্তু সেই টাকা শোধ করতে চাইত না। তারা সকলেই মাদকাসক্ত বলেও সে জানিয়েছে। দুজনেরই কঠোর শাস্তির দাবি করেছে নিহতের পরিবারের সদস্যরা। 

আরও পড়ুনঃ

'না ঘটলেই ভাল হত', শুভেন্দুর কম্বল বিলি অনুষ্ঠানে তিন জনের মৃত্যু প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

লালন শেখের মৃত্যুর পর রাতারাতি সিবিআই আফিস রামপুরহাট থেকে সরল, নিরাপত্তায় জোর আধিকারিকদের

সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব গড়াল ‘ধর্ষণ’ পর্যন্ত, নিউটাউনে যুবতীকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হল গড়ফার যুবককে

Share this article
click me!

Latest Videos

'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
গ্ল্যামারাস লুকে ঘুম উড়ালেন Sushmita Sen! #shorts #shortsfeed #bollywood #shortsviral #shortsvideo
‘আমি আজও জানতে পারলাম না সেই রাতে কী হয়েছিল’ চোখে জল চলে আসবে অভয়ার মা-বাবার কথা শুনে | RG Kar
‘ঠিক সময়ে না জাগলে Bangladesh-এর হিন্দুদের মতো অবস্থা হবে আমাদের’ সনাতনীদের বার্তা Sukanta-র
হিন্দুনেতা Chinmay Krishna Das-এর গ্রেফতারি, বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা Suvendu-র