Manipur viral video: 'এই ধরনের বর্বর কাজ মনুষ্যত্বের পক্ষে বিপদজনক', মণিপুরের ঘটনার কড়া নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এই ঘটনাকে 'হৃদয়বিদারক' বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি নির্যাতিতারা সযেন সঠিক বিচার পান সেই আবেদনও জানিয়েছেন মমতা।

মণিপুরের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ভাইরাল ভিডিও ঘিরে ধিক্কার পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। ইতিমধ্যেই নানা মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। এবার এই ভাইরাল ভিডিও নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র সমালোচনা করে বৃহস্পতিবার টুইটারে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে 'হৃদয়বিদারক' বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি নির্যাতিতারা সযেন সঠিক বিচার পান সেই আবেদনও জানিয়েছেন মমতা।

মণিপুরের ঘটনা নিয়ে বৃহস্পতিবার টুইটারে কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন,'মণিপুরের যে ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে তা যথেষ্ট হৃদয়বিদারক ও বিরক্তিকর। একদল উন্মাদ জনতা দু'জন মহিলার উপর যে পাশবিক অত্যাচার করেছে, তাঁদের যে অত্যাচার ও হিংসার সাক্ষী হতে হয়েছে যে বিষয় নিন্দা জানানোর আমার কোনও ভাষা নেই। এই ধরনের বর্বর কাজ মনুষ্যত্বের পক্ষে বিপদজনক। দুষ্কৃতীদের দ্বারা এই ধরনের অমানবিক কাজকে আমাদের সবার একত্রিত হয়ে কড়া ভাষায় নিন্দা জানানো উচিৎ ও অত্যাচারিতরা যাতে বিচার পান সেই চেষ্টা করা উচিৎ।'

Latest Videos

 

 

প্রসঙ্গত, মণিপুরের ঘটনায় বেদনাহত প্রধানমন্ত্রী। দোষীদের কঠোর শাস্তির নিদান দিলেন তিনি। গোটা ঘটনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন মোদী। পাশাপাশি সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যেও কড়া বার্তা শোনা গেল মোদীর গলায়। মণিপুরের ভাইরাল ভিডিও প্রসঙ্গে মোদী বলেছেন, 'মণিপুরের ঘটনায় আমার হৃদয় ক্রোধ এবং বেদনায় ভরে উঠেছে। যারা পাপ করছে তাদের জন্য গোটা দেশের বদনাম হচ্ছে।' পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মোদী। দেশের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের আইনশৃঙ্খলা নিয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদনও করলেন তিনি।

বৃহস্পতিবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে মোদী বলেন,'আমি প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন করব, নিজেদের রাজ্যের আইনশৃঙ্খলা সম্পর্কে সচেতন হন। বিশেষত দেশের মেয়ে এবং মায়েদের সুরক্ষার জন্য কঠোরতম পদক্ষেপ নিন।' শুধু তাই নয় মণিপুরের ঘটনা যে কোনওভাবেই ক্ষমার যোগ্য না তাও স্পষ্ট করলেন তিনি। তাঁর কথায়,'আমি প্রত্যেক ভারতীয়কে আশ্বস্ত করতে চাই যে এই অপরাধে জড়িতদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। মণিপুরে যা হয়েছে তা কখনো ক্ষমা করা যাবে না।'

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury