বিজেপি-তৃণমূলের জন্যই SIR-এ মানুষের হয়রানি, মমতাকে প্রকাশ্যে আক্রমণ মৌসমের

Published : Jan 29, 2026, 05:44 PM IST
Mausam Benazir Noor targets Mamata Banerjee over SIR

সংক্ষিপ্ত

Mausam Benazir Noor: বর্তমানে মালদার কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর। তিনি মালদার একটি জনসভা থেকে সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। SIR ইস্যুতে তিনি সুর চড়িয়েছে। বলেছেন, বিজেপি আর তৃণমূলের জন্যই মানুষের এই হয়রানি। 

তিনি মালদার মৌসম বেনজির নূর। দল বদল করেছেন এক মাসেও হয়। দল বদল করেই তিনি প্রকাশ্য মঞ্চ থেকে এবার সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। রাজ্যে চলা ভোটার তালিকারি বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে তিনি সরাসরি বিঁধালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। কংগ্রেসের সুরেই তিনি বলেন, তৃণমূল আর বিজেপির যৌথ উদ্যোগেই রাজ্যের মানুষকে হয়রান হতে হয়েছে।

মৌসন নূরের আক্রমণ মমতাকে

আন্দোলনের হুমকি কংগ্রেস নেত্রীর

SIR নিয়ে মুখ্যমন্ত্রীকে কৈফয়ত দিতে হবে, না হলে আগামী তে বৃহত্তর আন্দোলনের হুমকি মৌসমের। তৃণমূলের সাংসদ পদ ছেড়ে আসা মৌসমের এক মাসও হয়নি, এরই মধ্যে সরাসরি SIR নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জবাব দাবি করে কার্যত ডেড লাইন বেঁধে দিলেন কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর।

SIR-এর প্রতিবাদ কর্মসূচি

SIR- এর নামে সাধারণ মানুষকে হয়রানি এবং বিজেপি ও তৃণমূলের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ মালদহ শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ ও ডি এম অফিস ঘেরাও কর্মসূচি ছিল জেলা কংগ্রেসের। সেই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরী, মৌসম বেনজির নূর সহ জেলা কংগ্রেস নেতৃত্ব। এই ভরা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মৌসম বেনজির নূর জানান, SIR হতে দেবো না। কে বলেছিলেন মুখ্যমন্ত্রী। এখন এই SIR কে করছে রাজ্য সরকারের প্রশাসন করছে। মুখ্যমন্ত্রীর কাছে এর জবাব চাই আমরা। আমরা বাংলাদেশী না রোহিঙ্গা যে আমাদের সঙ্গে এস আই আর এর নাম করে এইভাবে হয়রানি এবং হেনস্থা করছে সরকার।

মৌসমকে কটাক্ষ তৃণমূলের

এদিকে মৌসম কে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, মুখ্যমন্ত্রীর দয়ায় এমএলএ হয়েছেন দুবার এমপি হয়েছেন। এতদিন পর ঘুম কাটলো তার।

সম্প্রতি মৌসম বেনজির নূর তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফিরে গেছেন। এবার তিনি কংগ্রেসের হয় পতাকা ধরেছেন। এর আগেও তিনি ভোটের আগেই দলবদল করে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ছিলেন। সেই সময় রাহুল গান্ধী তাঁকে কটাক্ষ করেছিলেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Singur-এ মমতার সভায় পড়ুয়াদের উপস্থিতি! প্রধান শিক্ষকের ইস্তফার দাবিতে ফুঁসে অভিভাবকদের বড় বিক্ষোভ
Adhir Ranjan Chowdhury: সিঙ্গুর 'বেচে' কীভাবে ক্ষমতায় এলেন মমতা! ফাঁস করলেন অধীর চৌধুরী