
তিনি মালদার মৌসম বেনজির নূর। দল বদল করেছেন এক মাসেও হয়। দল বদল করেই তিনি প্রকাশ্য মঞ্চ থেকে এবার সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। রাজ্যে চলা ভোটার তালিকারি বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে তিনি সরাসরি বিঁধালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। কংগ্রেসের সুরেই তিনি বলেন, তৃণমূল আর বিজেপির যৌথ উদ্যোগেই রাজ্যের মানুষকে হয়রান হতে হয়েছে।
SIR নিয়ে মুখ্যমন্ত্রীকে কৈফয়ত দিতে হবে, না হলে আগামী তে বৃহত্তর আন্দোলনের হুমকি মৌসমের। তৃণমূলের সাংসদ পদ ছেড়ে আসা মৌসমের এক মাসও হয়নি, এরই মধ্যে সরাসরি SIR নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জবাব দাবি করে কার্যত ডেড লাইন বেঁধে দিলেন কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর।
SIR- এর নামে সাধারণ মানুষকে হয়রানি এবং বিজেপি ও তৃণমূলের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ মালদহ শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ ও ডি এম অফিস ঘেরাও কর্মসূচি ছিল জেলা কংগ্রেসের। সেই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরী, মৌসম বেনজির নূর সহ জেলা কংগ্রেস নেতৃত্ব। এই ভরা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মৌসম বেনজির নূর জানান, SIR হতে দেবো না। কে বলেছিলেন মুখ্যমন্ত্রী। এখন এই SIR কে করছে রাজ্য সরকারের প্রশাসন করছে। মুখ্যমন্ত্রীর কাছে এর জবাব চাই আমরা। আমরা বাংলাদেশী না রোহিঙ্গা যে আমাদের সঙ্গে এস আই আর এর নাম করে এইভাবে হয়রানি এবং হেনস্থা করছে সরকার।
এদিকে মৌসম কে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, মুখ্যমন্ত্রীর দয়ায় এমএলএ হয়েছেন দুবার এমপি হয়েছেন। এতদিন পর ঘুম কাটলো তার।
সম্প্রতি মৌসম বেনজির নূর তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফিরে গেছেন। এবার তিনি কংগ্রেসের হয় পতাকা ধরেছেন। এর আগেও তিনি ভোটের আগেই দলবদল করে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ছিলেন। সেই সময় রাহুল গান্ধী তাঁকে কটাক্ষ করেছিলেন।