ফের বাংলায় মেগা যোগদান বিজেপিতে, তৃণমূল ছেড়ে যোগ দিতে চলেছেন কারা? জল্পনা তুঙ্গে

Published : Dec 09, 2025, 09:13 AM IST
BJP

সংক্ষিপ্ত

তৃণমূল ছাত্র পরিষদের দুই সাসপেন্ডেড নেতা, প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদার, বিজেপি-তে যোগ দিতে চলেছেন বলে খবর। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হবে, যা ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগের দলবদলের স্মৃতি উস্কে দিচ্ছে। 

২০২১-র বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার হিরিক দেখা গিয়েছিল। সে সময় প্রতিটিদনই প্রায় সকল সংমাদমাধ্যমে প্রকাশিত গত এনমন খবর। এবার ফের একবার সেই চিত্র বঙ্গে।সামনে একের পর এক ঘটানা।

এর আগে দল পরিবর্তন বঙ্গ বিজেপি-র জন্য সে অর্থে ভালো হয়নি। তবে, এবার ফের একবার দেখা গেল অতীতের পুরনো চিত্র।

অতীতে অর্থাৎ ২০২১ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর অনেকেই আবার দল ছেড়ে তৃণমূলে ফিরেছেন। অতীতের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে বিজেপি- শোনা গিয়েছিল এমনটাই। এবার নাকি সেভাবে অন্য দল থেকে কেউ আসতে চাইলেই তাদের বড় মাপের যোগদান করিয়ে নিজেদের দলে নেবে না। কিন্তু, আজ সকাল থেকেই একটি খবরে শোরগোল পড়েছে সর্বত্র।

বিশেষ সূত্রে খবর, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছে তৃণমূল কংগ্রেসেরে পরিচিত দুই মুখ। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে হবে এই যোগদান। যোগ দিতে চলেছেন প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদার।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের তৎকালীন সহ সভাপতি ছিলেন প্রান্তিক চক্রবর্তী এবং তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী ছিলেন রাজন্যা হালদার। এরা আরজিকর কাণ্ড নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করেছিলেন। যা নিয়ে তৃণমূলের একাংশ আপত্তি তোলে। পরবর্তীতে তাদের দল থেকে সাসপেন্ড করা হয়। দীর্ঘদিন ধরে দূরত্ব বাড়ে দলের সঙ্গে। শোনা যাচ্ছে এরা যোগ দেবে ভারতীয় জনতা পার্টিতে।

বিশেষজ্ঞের মতে, এই যোগদান তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হবে। তেমনই বিজেপিকে সতর্ক হতে হবে। কারণ ২০২১-র পুনরাবৃত্তি হলে বিজেপি অত্যন্ত ভুল করবে। এর আগেই বহু নেতা-নেত্রী বিজেপিতে যোগ দিয়ে পরে আবার বিজেপি ছেড়ে চলে গিয়েছে। তাই এমন ঘটনা পুনরায় ঘটলে সমস্যা বিজেপির-ই।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া
রেকর্ডস্তরে পৌঁছে গেল বন্দরের নাব্যতা, বাড়বে রাজস্ব, খুশি পাইলট গিল্ড অ্যাসোসিয়েশন