Md Salim Humayun Kabir: বিধানসভা ভোটের পরিকল্পনা! নিউটাউনের হোটেলে সেলিম-হুমায়ুন একান্ত বৈঠক, নতুন জোটে সিপিএম?

Published : Jan 28, 2026, 11:45 PM ISTUpdated : Jan 29, 2026, 12:01 AM IST
Md Salim Humayun Kabir

সংক্ষিপ্ত

Md Salim Humayun Kabir: সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দীর্ঘ বৈঠক করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের সঙ্গে (Md Salim Humayun Kabir)।

Md Salim Humayun Kabir: বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কি শুরু করে দিল সিপিএম? ২৬-এ কি নয়া জোট? শূন্যের গেড়ো কাটাতে মরিয়া তারা। নাহলে বহু জায়গায় সংগঠন ধরে রাখাই রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। 

সেলিম-হুমায়ুন একান্ত বৈঠক

সেই জায়গায় দাঁড়িয়েই, এবার সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দীর্ঘ বৈঠক করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের সঙ্গে (Md Salim Humayun Kabir)। বুধবার রাতে, নিউটাউনের একটি হোটেলে দকেহা করেন দুই রাজনৈতিক নেতা। তাদের মধ্যে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পটভূমিতে দাঁড়িয়ে এই বৈঠক রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে (janata unnayan party west bengal)। 

এই বৈঠক থেকে বেরিয়ে এসে হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তারা সিপিএম এবং আইএসএফ-এর সঙ্গে জোট করে লড়়তে চান। তা নিয়েই মহম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে তাঁর। কিন্তু এই জোটের বিষয়ে আইএসএফ-এর সঙ্গে আলোচনার ব্যাপারটি সিপিএম-এর উপরেই ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন হুমায়ুন। 

অন্যদিকে, এই আলোচনা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে নারাজ সিপিএম। মহম্মদ সেলিম জোটের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলেননি (md salim cpim west bengal)।

কী জানালেন সেলিম-হুমায়ুন? 

নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে সাংবাদিকদের হুমায়ুন কবীর বলেন, ‘‘মহম্মদ সেলিমের সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। আসন্ন নির্বাচনে আমরা জোট করে লড়ব কি না, সেই বিষয়ে কথা বলেছি। আইএসএফ-এর সঙ্গে কথা বলার বিষয়টা ওদের উপরেই ছাড়তে চাই। কংগ্রেস নিয়ে আমার কোনও বক্তব্য নেই। তারা আদৌ কোনও সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় আছে বলে আমার মনে হয় না।’’ 

অন্যদিকে, সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, "হুমায়ুন একটা নতুন দল খুলেছে। দীর্ঘদিন ধরেই বৈঠকে বসার কথা বলছিল ও। তাই আজ বসলাম। ওর যা যা বক্তব্য, সবটা দলকে জানাব। সিদ্ধান্ত দল নেবে।”

নিচুতলার সিপিএম কর্মীরা জোটকে কীভাবে নেবেন?

সূত্রের খবর, সিপিএম-এর নেতৃত্বের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা বলেছেন হুমায়ুন কবীর। অর্থাৎ, বিষয়টা এইরকম হতে পারে যে, দুই দল একে অপরের বিরুদ্ধে প্রার্থী দেবে না। মানে এমনও হতে পারে, অনেক জায়গায় সিপিএম কর্মীদের সদ্য গজিয়ে ওঠা জনতা উন্নয়ন পার্টির হয়ে প্রচারে নামতে হতে পারে এবং ভোট দিতে হতে পারে তাদের প্রার্থীকে। কিন্তু এই জোট বামেদের বাকি শরীকরা আবার মেনে নেবে তো?

বিষয় কিন্তু বেশ জটিল। তাছাড়া এর আগে আইএসএফ-এর সঙ্গে জোটকেও অনেক নিচুতলার সিপিএম কর্মী একেবারেই ভালোভাবে নেননি। তারা কি এবারও এই জোটকে ভালোভাবে নেবেন? শুরু হয়ে গেছে সেই চর্চাও। এই বৈঠকের খবর সামনে আসতেই নাকি সিপিএম-এর অন্দরে নানারকম কথা উঠতে শুরু করেছে। যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চলে সিপিএম অস্তিত্ব সঙ্কটে পড়ে যাবে না তো? বাকিটা উত্তর দেবে সময়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রিয় ভাইপোর মৃত্যুতে কেঁদে ভাসালেন শরদ পাওয়ার, বললেন বড় কথা | Sharad Pawar on Ajit pawar
'কোনও টেন্ডার হয়নি, কোনও ওয়ার্ক অর্ডার হয়নি, ঢপবাজির মাস্টার প্ল্যান', এ কী বললেন Suvendu ?