
Minakshi Mukherjee: বহরমপুরে চলছে সিপিএম-এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন। প্রসঙ্গত, ছাত্র এবং যুব সহ সমস্ত সংগঠনের সম্মেলন মঞ্চ থেকেই নতুন নেতৃত্বরা উঠে আসেন। তৈরি হয় নতুন কমিটি (dyfi west bengal state conference)।
এমনকি, সিপিএম-এরও বিভিন্ন স্তরে এই সম্মেলনের মধ্য দিয়েই তৈরি হয় নতুন কমিটি এবং সামনে আসেন নেতৃত্বরা। ২১ তারিখ, অর্থাৎ শনিবার বহরমপুরের টেক্সটাইল মোড়ে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিপিএম-এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ২০তম রাজ্য সম্মেলন। কিন্তু সেই সম্মেলন মঞ্চ থেকেই এবার বিদায় নিতে পারেন এই মুহূর্তে বাম আন্দোলনের অন্যতম মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। বলা চলে, তা প্রায় নিশ্চিত (dyfi west bengal state conference news)।
একাধিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাড়াও বক্তা হিসেবেও দলের সমর্থক এবং দরদীদের মধ্যেও বেশ জনপ্রিয়তা লাভ করেছেন মীনাক্ষী।এই মুহূর্তে তরুণ কর্মীদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা দারুণ জায়গায় রয়েছে। তাছাড়া আগামী ২০২৬ সালে রয়েছে বিধানসভা নির্বাচন। তাই অনেকেই মনে করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি আলিমুদ্দিন সেই ঝুঁকি নিতে চাইবে?
তবে আবার এটাও ঠিক যে, দলের একাধিক কমিটিতে এবার শুরু থেকেই নতুন মুখ, মহিলা এবং কমবয়সীদের বাড়তি প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে, এবার যুব সংগঠন থেকেও অনেকে বিদায় নিয়ে পারেন বলে খবর।
মীনাক্ষী মুখোপাধ্যায় বর্তমানে পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য। সেইসঙ্গে, তিনি সিপিএম-এর কেন্দ্রীয় কমিটিরও সদস্য। তাই সেক্ষেত্রে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদকের পদ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সরে যাওয়া কার্যত নিশ্চিত। কিন্তু নতুন কাকে সেই দায়িত্বে আনা হবে? তা নিয়েই এখন তুঙ্গে জল্পনা।
সূত্রের খবর, বাম যুব সংগঠনের পরবর্তী সম্পাদক হিসেবে বর্ধমান জেলার যুব নেতা অয়নাংশু সরকারের নাম সামনে এসেছে। তবে আরেকটি অংশ আবার বর্তমান রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহাকে সম্পাদক পদে দায়িত্ব দিয়ে অয়নাংশুকে সভাপতি করতে চাইছেন। তবে কিছুটা হলেও দৌড়ে ছিলেন কলকাতা যজেলার নেতা তথা বর্তমানে ডিওয়াইএফআই-এর মুখপত্র ‘যুবশক্তি’-র সম্পাদক কলতান দাশগুপ্ত।
কিন্তু বয়সজনিত কারণে, তাঁর যুব সংগঠন থেকে বিদায় নেওয়া প্রায় নিশ্চিত। যদিও কলকাতা জেলা পার্টির একাংশ তাঁকে আরও একদফা রেখে দেওয়ার পক্ষেই মোট দিচ্ছেন বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।
শোনা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার যুব নেতা অপূর্ব প্রামাণিকের নাম উঠে এসেছে সভাপতি পদের জন্য। সূত্র মারফৎ এও জানা যাচ্ছে যে, উত্তর ২৪ পরগনা জেলার যুব সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সপ্তর্ষি দেব বাম যুব সংগঠনের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। অন্যদিকে, সম্মেলনের শুরুর দিন থেকেই উপস্থিত আছেন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য এবং সভাপতি তথা রাজ্যসভার সাংসদ এ এ রহিম।
এমনকি, সম্মেলন শুরুর আগে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিএম নেতা জামির মোল্লা, হিমগ্নরাজ ভট্টাচার্য এবং এ এ রহিম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।