১ হাজার কোটিরও বেশি টাকা থেকে বঞ্চিত বাংলা! মোদী সরকারের কারসাজিতে বন্ধ হয়ে যাবে একাধিক প্রকল্প?

Published : Feb 06, 2025, 05:12 PM ISTUpdated : Feb 06, 2025, 05:21 PM IST

দুর্নীতি, বেআইনি কার্যকলাপ, নিয়ম না মানার অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রীয় বাজেটের পর ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠেছে।

PREV
110
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের রোষানলে বাংলার পুরসভা

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার এখন কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাস ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রকের মন্ত্রী। তিনি বাংলার পুরসভাগুলিকে বঞ্চিত করছেন বলে অভিযোগ।

210
মনোহরলাল খট্টারের মন্ত্রকের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের ৪০টি পুরসভার প্রাপ্য অর্থ আটকে দেওয়ার অভিযোগ উঠেছে

পশ্চিমবঙ্গের ৪০টি পুরসভার প্রাপ্য অর্থ আটকে দিয়েছে আবাস ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রক। ফলে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠেছে।

310
সামান্য বকেয়া অর্থ মেটালেও, রাজ্যের বেশিরভাগ পুরসভার টাকা আটকে রাখার অভিযোগ

দু’বছর আগে রাজ্যের পুরসভাগুলির বকেয়া অর্থের সামান্য মিটিয়ে দিয়েছে আবাস ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রক। তবে বেশ কিছু পুরসভার বকেয়া টাকা আটকে রাখা হয়েছে।

410
উত্তর দমদম, হাবড়া, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটির মতো পুরসভার প্রাপ্য টাকা আটকে দেওয়ার অভিযোগ

আবাস ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে উত্তর দমদম, হাবড়া, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, খড়দা, ব্যারাকপুর, দুর্গাপুর, ডোমকল, দিনহাটা, কামারহাটি, টিটাগড়, বনগাঁ, হলদিয়া পুরসভার টাকা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের।

510
রাজনীতির কারণে বাংলার প্রতি বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ ফিরহাদ হাকিমের

পশ্চিমবঙ্গের পুরসভাগুলির জন্য বরাদ্দ আটকে রাখা প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘রাজনীতি ছাড়া কিছুই নয়। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এখন একপ্রকার প্রথায় পরিণত হয়েছে। এটা আরও একটি উদাহরণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরসভাগুলিকে প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে।’

610
উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্যের পুরসভাগুলিকে বঞ্চিত করা হচ্ছে, অভিযোগ ফিরহাদ হাকিমের

রাজ্যের পুরসভাগুলির জন্য বকেয়া অর্থ আটকে দেওয়ার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

710
প্রতিবাদ জানিয়ে আবাস ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রককে চিঠি দেওয়া হচ্ছে, জানিয়েছেন পুরমন্ত্রী

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্যের ৪০টি পুরসভার অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য আবাস ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রককে চিঠি দেওয়া হবে।

810
এক হাজার কোটি টাকার বেশি বকেয়া থাকলেও, অর্ধেকেরও কম অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র

পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, আবাস ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের পুরসভাগুলির পাওনা ১ হাজার ৬৬ কোটি টাকা। কিন্তু মাত্র ৩৫৭ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।

910
রাজ্যের পুরসভাগুলির জন্য পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থের পুরোটা দেওয়া হয়নি

পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ ১ হাজার ৬৬ কোটি টাকা পাওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের। কিন্তু দুই বছর পর প্রথম কিস্তির মাত্র ৩৫৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

1010
কী কারণে রাজ্যের এতগুলি পুরসভার টাকা আটকে রেখেছে আবাস ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রক

আবাস ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের অনেক পুরসভাতেই সম্পত্তি কর আদায়ের হার যথেষ্ট নয়। এই কারণেই পুরসভাগুলির টাকা আটকে দেওয়া হয়েছে। রাজ্য সরকার অবশ্য এই দাবি অস্বীকার করেছে।

Read more Photos on
click me!

Recommended Stories