DA Hike: ধাপে ধাপে দেওয়া হবে DA-র টাকা! দ্বিগুণ হবে বেতন, কবে ঢুকবে টাকা? জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Published : Feb 06, 2025, 04:05 PM IST

ধাপে ধাপে দেওয়া হবে DA-র টাকা! দ্বিগুণ হবে বেতন, কবে ঢুকবে টাকা? জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

PREV
18

ডিএ নিয়ে এখনও কোনও ঘোষণা নেই। অন্যদিকে কেন্দ্রের মতোই ডিয়ে ঘোষণা করে ফেলেছে একের পর এক রাজ্য। আশাহত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা।

28

কবে ডিএ বাড়বে তা নিয়ে স্পষ্ট কোনও ধারনা নেই। তবে এই বাজেটেই দারুণ সুখবর দিতে পারেন মুখ্যমন্ত্রী। মিটে যেতে পারে সমস্ত বকেয়া ডিএ।

38

কত শতাংশ ডিএ ঘোষণা করা হবে বা আদৌ হবে কি না তার সঠিক কোনও ধারণা পাওয়া যায়নি। তবে এই বাজেটে ডিএ নিয়ে কিছু না কিছু ঘোষণা করবেনই মমতা বন্দ্যোপাধ্যায় এমনই আশা করা যাচ্ছে।

48

সরকারি কর্মীদের মন রাখতে এবার বড় অঙ্কের DA ঘোষণা করা হবে বলে আশাবাদী সকলে। কমপক্ষে ৬ শতাংশ ডিএ তো বাড়াতেই হবে বলে মত সরকারি কর্মীদের একাংশের।

58

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখনই কোনও ডিএ ঘোষণা করা হবে না। কিন্তু এর মধ্যেই ষষ্ঠ বেতন কমিশন ঘোষণা করা হয়েছে ২০১৫ সালে। 

68

হিসেব মতো ১০ বছর পেরিয়ে গিয়েছে। লিখিত ভাবে কোনও কিছুর উল্লেখ না থাকলেও প্রতি বছর অন্তর বসাতে হয় বেতন কমিশন।

78

তাই এই বাজেটে সপ্তম বেতন কমিশন গঠন করার কথাও মনে করা হচ্ছে বলে আশা রাখছেন সরকারি কর্মচারীদের একাংশ।

88

আসন্ন বাজেটে সত্যিই ডিএ ঘোষণা করা হবে কি না তা নিয়ে রীতিমতো জলঘোলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহলে। 

click me!

Recommended Stories