TMC Vs TMC: তৃণমূল বিধায়ক ঊষারাণি মণ্ডলকে মারধর, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার

অনুষ্ঠান সেরে বাড়িতে ফেরার পথে হাড়োয়া অটো স্ট্যান্ডে মিনাখার বিধায়কের উপর হামলা চালান হয় হাড়োয়া এলকায়।

 

Saborni Mitra | Published : Nov 1, 2024 12:37 PM IST

মিনাখা বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক ঊষা রানী মন্ডল ও তার স্বামী তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মন্ডল এর উপর হামলার অভিযোগ । কালীপুজোর রাতে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের পাশাপাশি গোটা ঘটনা জানান হয়েছে বলে জানিয়েছেন দম্পতি। অভিযোগ, হামলার নেপথ্যে ছিলেন হাড়োয়ার তৃণমূল নেতা খালেক মোল্লা। অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

কালীপুজোর রাতে হাড়োয়া থানার কালীপুজোর অনুষ্ঠান সেরে বাড়িতে ফেরার পথে হাড়োয়া অটো স্ট্যান্ডে মিনাখার বিধায়কের উপর হামলা চালান হয় হাড়োয়া এলকায়। হাড়োয়ায় কিছু নেতা বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট মারে। তারপর বিধায়ক ও তার স্বামী গাড়ির দরজা খুলে বাইরে বের হতেই নেতা ও তার অনুগামীরা হামলা চালায়। ঘটনায় বিধায়কের বাম পায়ে গুরুতর আঘাত লাগে। কাঠের চ্যালা দিয়ে বিধায়কের পায়ে আঘাত করা হয় বলে অভিযোগ। বিধায়ক ও তার স্বামীকে বাঁচাতে এসে আহত হন বিধায়কের সহকর্মীরা। প্রায় পাঁচ জন সহকর্মী আহত হয় তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।।

Latest Videos

মিনাখার বিধায়ক ঊষা রানী মন্ডলের উপর হামলার অভিযোগ দলেরই যুব সভাপতি ও হাড়োয়া পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি আব্দুল খালেক এর বিরুদ্ধে সে তৃণমূল নেতা আব্দুল খালেক অভিযোগ অস্বীকার করে বলেন বিধায়ক স্বামী তোলাবাজ বিধায়কের স্বামীসহ দুষ্কৃতীরা তৃণমূলের পঞ্চায়েতের প্রধান উপ প্রধানের বাড়িতে হামলা গুলি চালানোর অভিযোগ করলেন আব্দুল খালেক মোল্লা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
'তৃণমূল খরকুটোর মত বিদায় নেবে' সন্দেশখালিতে গিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের | Dilip Ghosh
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
স্বপ্নাদেশে দেখা কালী! ৪৫০ বছর পর Nabadwip-এ এখনও চলে তন্ত্রমতে চক্ষুদান! | Kali Puja 2024 | Nadia