TMC Vs TMC: তৃণমূল বিধায়ক ঊষারাণি মণ্ডলকে মারধর, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার

Published : Nov 01, 2024, 06:07 PM IST
Miscreants attacked TMC MLA usha rani mondal from Meenakh bsm

সংক্ষিপ্ত

অনুষ্ঠান সেরে বাড়িতে ফেরার পথে হাড়োয়া অটো স্ট্যান্ডে মিনাখার বিধায়কের উপর হামলা চালান হয় হাড়োয়া এলকায়। 

মিনাখা বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক ঊষা রানী মন্ডল ও তার স্বামী তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মন্ডল এর উপর হামলার অভিযোগ । কালীপুজোর রাতে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের পাশাপাশি গোটা ঘটনা জানান হয়েছে বলে জানিয়েছেন দম্পতি। অভিযোগ, হামলার নেপথ্যে ছিলেন হাড়োয়ার তৃণমূল নেতা খালেক মোল্লা। অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

কালীপুজোর রাতে হাড়োয়া থানার কালীপুজোর অনুষ্ঠান সেরে বাড়িতে ফেরার পথে হাড়োয়া অটো স্ট্যান্ডে মিনাখার বিধায়কের উপর হামলা চালান হয় হাড়োয়া এলকায়। হাড়োয়ায় কিছু নেতা বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট মারে। তারপর বিধায়ক ও তার স্বামী গাড়ির দরজা খুলে বাইরে বের হতেই নেতা ও তার অনুগামীরা হামলা চালায়। ঘটনায় বিধায়কের বাম পায়ে গুরুতর আঘাত লাগে। কাঠের চ্যালা দিয়ে বিধায়কের পায়ে আঘাত করা হয় বলে অভিযোগ। বিধায়ক ও তার স্বামীকে বাঁচাতে এসে আহত হন বিধায়কের সহকর্মীরা। প্রায় পাঁচ জন সহকর্মী আহত হয় তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।।

মিনাখার বিধায়ক ঊষা রানী মন্ডলের উপর হামলার অভিযোগ দলেরই যুব সভাপতি ও হাড়োয়া পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি আব্দুল খালেক এর বিরুদ্ধে সে তৃণমূল নেতা আব্দুল খালেক অভিযোগ অস্বীকার করে বলেন বিধায়ক স্বামী তোলাবাজ বিধায়কের স্বামীসহ দুষ্কৃতীরা তৃণমূলের পঞ্চায়েতের প্রধান উপ প্রধানের বাড়িতে হামলা গুলি চালানোর অভিযোগ করলেন আব্দুল খালেক মোল্লা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ
TMC-তে বড় ভাঙন! মমতার তুলোধোনা করে জঙ্গিপুরে তৃণমূল ছেড়ে মিমের পতাকাতলে ৫০ যুবক