এবার 'দুয়ারে রাজ্যপাল', ২ বছর পূর্তি অনুষ্ঠানে ৯টি কর্মসূচি সিভি আনন্দ বোসের

২৩ নভেম্বর রাজ্যপাল হিসেবে বাংলার দায়িত্ব নেওয়ার ২ বছর পার করবেন সিভি আনন্দ বোস। সেই কারণে ১ নভেম্বর থেকেই একটি মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে রাজভবন।

 

রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই বছর পূর্তি উপলক্ষ্যে একমাস ব্যাপী কর্মসূচির কথা ঘোষণা করেছেন সিভি আনন্দ বোস। কালীপুজোর রাতে রাজভবনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় এই মাস ব্যপী কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। সেখানে দুয়ারে সরকারের মত দুয়ারে রাজ্যপাল-এর মত কর্মসূচির কথাও ঘোষণা করা হয়েছে। যেখানে রাজ্যপাল স্থানীয়দের মাঝে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনবেন। এছড়াও একাধিক কর্মসূচিও রয়েছে।

রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় বছরপূর্তিতে ৯টি কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্যপাল সেগুলি হল-

Latest Videos

১। ফাইল টু ফিল্ড - রাজ্যের মোট ২৫০টি জায়গা পরিদর্শন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

২। দুয়ারে রাজ্যপাল বা গর্ভনর- আপনার দরজায় রাজ্যপাল- এই কর্মসূচিতে রাজ্যপাল উপজাতীয় অঞ্চলগুলি পরিদর্শন করবেন এবং বিশেষ করে যারা ধরণের দুর্দশাগ্রস্ত, নিঃস্ব এবং দুর্বল, অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে থাকেন তাদের সঙ্গে কথা বলবেন।

৩। ক্যাম্পাসে রাজ্যপাল- এই কর্মসূচিতে রাজ্যপাল স্কুল - কলেজের ক্যাম্পাস পরিদর্শন করবেন। পুড়ুয়া -শিক্ষকদের সঙ্গে কথা বলবেন।

৪। জন কি বাত- রাজ্যপালের সঙ্গে যারা সরাসরি যোগাযোগ করতে ইচ্ছুক তাদের কথা শুনবেন তিনি।

৫। রাজ্যপাল গোল্ডেন গ্রুপ -যারা সমাজের জন্য কিছু করতে চান বা উপকার করতে চান তারা যদি আবেদন করেন তার সুবিধে করে দেবেন।

৬। রাজ্যপাল স্কলারশিফ স্কিম- মেধাবী ও অভাবী ছাত্রদের জন্য বৃত্তি প্রদান করা হবে।

৭। রাজ্যপাল পুরষ্কার -এই প্রকল্পের অধীনে যারা বিভিন্ন ক্ষেত্রে জীবনকে সমৃদ্ধ করার জন্য অবদান রেখেছেন তাদের সম্মানিত করা হবে।

৮। নাগরিক সংযোগ- রাজ্যপাল একাধিক প্ল্যাটফর্ম ও বিভিন্ন উপায়ে নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপন করবেন।

৯। অভয়া প্লাস- মেয়েদের জন্য আত্মরক্ষামূলক কোর্সের ব্যবস্থা করা হচ্ছে।

২৩ নভেম্বর রাজ্যপাল হিসেবে বাংলার দায়িত্ব নেওয়ার ২ বছর পার করবেন সিভি আনন্দ বোস। সেই কারণে ১ নভেম্বর থেকেই একটি মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে রাজভবন। রাজভনের পক্ষ থেকে জানান হয়েছে, সৃজনশীল ও গঠনমূলক অনুষ্ঠান 'আপনা ভারত-জাগতা বেঙ্গল'চালু করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে বাংলাকে তুলে ধরা হবে। আর যারা বাংলা ও দেশের গর্ব তাদের মধ্যে সংযোগ স্থাপন করার দায়িত্ব নেবেন রাজ্যপাল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report