Temple Vandalize: মোথাবাড়ির (Malda Mothabari) আবহে এবার রাজ্যে আরও এক জায়গায় মন্দিরে ভাঙচুর, তাণ্ডবলীলা চালানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীর নগরে।
Temple Vandalize: মোথাবাড়ির (Malda Mothabari) আবহে এবার রাজ্যে আরও এক জায়গায় মন্দিরে ভাঙচুর, তাণ্ডবলীলা চালানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীর নগরে। সূত্রের খবর, ওই এলাকার একটি শীতলা মন্দিরে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। সম্পূর্ণ প্রতিমা ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। এদিকে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, পুলিশ স্থানীয় বাসিন্দাদের ওপর চাপ দেয় ভাঙা প্রতিমার মূর্তি সরিয়ে ফেলার জন্য।
এদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন, রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডেলে মূর্তি ভাঙার ছবি পোস্ট করে তিনি লেখেন,''দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীর নগরের কেশবপুরে শীতলা মন্দিরে রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব দেখুন। বাংলাদেশের জেহাদিদের কায়দায় রাতের অন্ধকারে মন্দিরে ভাঙচুর চালাচ্ছে দুষ্কৃতীরা। হিন্দুদের আস্থার আশ্রয়স্থল এবম মন্দিরে ভাঙচুরের এই ঘটনার তদন্ত করে কারা এর সঙ্গে জড়িত প্রকাশ না করলে, বিজেপি খুব শীঘ্রই তৃণমূলের এই অপদার্থ পুলিশ প্রশাসনকে এই সমুচিত জবাব দেবে।''
ঘটনার তীব্র নিন্দা করে সুকান্ত মজুমদার আরও বলেন, ''তৃণমূলের তোষণের রাজনীতির জন্য এই অবস্থা। বিজেপি এর তীব্র প্রতিবাদ করছে। এর জবাব দেবে।"' শীতলা মন্দিরে ভাঙচুরের ঘটনাকে বর্বরোচিত আক্রমণ বলেও অভিযোগ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
প্রসঙ্গত, শীতলা মন্দিরে ভাঙচুরের ঘটনায় পুলিশ গ্রামবাসীদের ভাঙা মূর্তি দ্রুত সরিয়ে ফেলার জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ। ঘটনায় আরও ক্ষোভের সৃষ্টি হয় গ্রামবাসীদের মধ্যে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।